মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪৩
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪৩) আলী (রা) অথবা যুবাইর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) আমাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করতেন এবং আল্লাহর নেয়ামত ও অতীত জাতিসমূহের ঘটনাবলী বর্ণনা করতেন। (তাদের অবাধ্যতার কারণে আল্লাহর আযাবে পতিত হওয়ার বর্ণনাও তিনি প্রদান করতেন)। এমনকি আমরা তাঁর চেহারা মুবারকে ভীতির ছায়া লক্ষ্য করতাম; মনে হত তিনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করছেন, যাদের উপর পরবর্তী ভোরেই আল্লাহর গযব অবতীর্ণ হবে। আর জিব্রীল (আ) এর সাথে সাক্ষাতের অব্যবহিত পরে অর্থাৎ ওহীর কাঠিন্য বিদূরিত না হওয়া পর্যন্ত তিনি হাসতেন না।
(হাইছামী, বাযযার ও তাবারানী)
(হাইছামী, বাযযার ও তাবারানী)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن على أو عن الزبير قال كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا فيذكرنا بأيام الله حتى نعرف ذلك فى وجهه وكأنه نذير قوم يصبحهم الأمر غدوة وكان اذا كان حديث عهد بجبريل لم يبتسم ضاحكا حتى يرتفع عنه