মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ৪২
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : ওহীর সূচনা ও কীভাবে জিব্রাইল (আ) রাসূলের (ﷺ) কাছে আসতেন এবং কীরূপে তিনি তাঁকে দেখতেন?
(৪২) আবদুল্লাহ্ ইব্ন 'আমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহকে (ﷺ) জিজ্ঞেস করেছিলাম- আপনি কি ওহীর আগমন সম্পর্কে পূর্বাভাস পেয়ে থাকেন? রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, হ্যাঁ, আমি ঘণ্টাধ্বনি শুনতে পাই, অতঃপর আমি নিশ্চুপ হয়ে যাই। যখনই (বা যতবারই) আমার কাছে ওহী আসে, তখনই আমার মনে হয়, এই বুঝি আমার জান কবজ করা হচ্ছে।
(হাইছামী ও হাকেম)
(হাইছামী ও হাকেম)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في بدء الوحي وكيف كان يأتيه ورؤيته صلى الله عليه وسلم لجبريل عليه السلام
عن عبد الله بن عمرو قال سألت النبى صلى الله عليه وسلم فقلت يا رسول الله هل تحس بالوحى؟ فقال رسول الله صلى الله عليه وسلم نعم، أسمع صلاصل ثم اسكت عند ذلك، فما من مرة يوحى الى الا ظننت ان نفسى تقبض