মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ২৫
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ : নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর পূর্বে কুরাইশ কর্তৃক কাবা গৃহ পুনঃনির্মাণ, হাজরে আসওয়াদ উত্তোলন নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য, এই বিষয়ে রাসূলকে (ﷺ) শালিস মানা এবং জাহেলিয়াতের যুগে তাঁকে আল-আমীন খেতাব দান
(২৫) সা'ঈদ ইবন্ মীনা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন্ যুবাইরকে (রা) বলতে শুনেছি, তিনি বলেন, আমার খালা উম্মুল মুমিনীন আয়েশা (রা) আমাকে বলেছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে বলেছেন, যদি তোমার সম্প্রদায় (অর্থাৎ কুরাইশ) ইসলামে নবদীক্ষিত না হতো অথবা জাহিলিয়াত ছেড়ে আসা নতুন মুসলিম না হতো, তাহলে আমি অবশ্যই কা'বাগৃহ ভেঙ্গে যমিনের সাথে মিলিয়ে নির্মাণ করতাম, দু'টি দরজা একটি পূর্বদিকে অপরটি পশ্চিম দিকে তৈয়ার করতাম এবং হিজর (হাতীম) থেকে আরো ছয় গজ বর্ধিত করে দিতাম। কারণ কুরাইশরা কা'বা পুনঃনির্মাণের সময় তা ছোট করে ফেলেছিল।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب في ذكر تجديد قريش بناء الكعبة قبل البعث بخمس سنين واختلافهم في رفع الحجر وتحكيمه صلى الله عليه وسلم في رفعه وتسميته في الجاهلية بالأمين
عن سعيد بن مينا (1) قال سمعت ابن الزبير رضي الله عنهما يقول حدثني خالتي عائشة (أم المؤمنين رضي الله عنها) أن رسول الله صلى الله عليه وسلم قال لها لولا أن قومك حديث عهد بشرك أو بجاهلية لهدمت الكعبة فألزقتها بالأرض، وجعلت لها بابين، بابا شرقيا وبابا غربيا، وزدت فيها من الحجر ستة أذرع، فأن قريشا اقتصر بها حين بنت الكعبة