মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৮
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলুল্লাহর (ﷺ) শৈশবে ছাগল চড়ানো এবং আল্লাহ্ কর্তৃক তাঁকে জাহেলিয়াতের পাপ-পঙ্কিলতা থেকে সুরক্ষা
(১৮) জাবির ইবন 'আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আরাক গাছের ফল পাড়ছিলাম। তখন তিনি বললেন, তোমরা কালো দেখে দেখে পাড়বে। কারণ, তাই বেশী সুস্বাদু। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আপনি কি ছাগল চড়াতেন? তিনি বললেন, হ্যাঁ! প্রত্যেক নবীই (আ) ছাগল চড়িয়েছেন।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ما جاء في أنه صلى الله عليه وسلم كان يرعى الغنم في صغره وحفظ الله له وحياطته وصيانته من أقذار الجاهلية
من جابر بن عبدالله (1) قال كنا مع رسول الله صلى الله عليه وسلم نجتني الكباث فقال عليكم بالأسود منه فأنه أطيبه، قال قلنا وكنت ترعى الغنم يارسول الله؟ قال نعم وهل من نبي إلا قد رعاها