মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
হাদীস নং: ১৭
সর্বশ্রেষ্ঠ নবী ও সর্বশেষ রাসূল মুহাম্মদ ইব্ন আব্দুল্লাহ (ﷺ)-এর জীবনচরিত অধ্যায়
পরিচ্ছেদ: রাসূল (ﷺ) কর্তৃক হালিমা সা'দিয়্যা (রা)-এর দুগ্ধপান এবং তাঁর থেকে শৈশবে নবুয়তের আলামত প্রকাশ পাওয়া
(১৭) আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) শৈশবে শিশু-কিশোরদের সাথে খেলা করতেন। (একদা) জনৈক আগন্তুক তাঁর কাছে এসে তাঁকে ধরে তাঁর পেট ফেঁড়ে ফেলল এবং সেখান থেকে জমাট রক্তপিণ্ড বের করে ছুড়ে ফেলে দিল এবং বলল এটি হচ্ছে আপনার মধ্যে শয়তানের অংশ। অতঃপর স্বর্ণের পাত্রে যমযমের পানি দিয়ে তা ধৌত করল। অতঃপর খেলার সাথীরা তাঁর দুগ্ধমাতার নিকট সংবাদ দিল মুহাম্মদ নিহত হয়েছেন। মুহাম্মদ নিহত হয়েছেন। অতঃপর তাঁর মা রাসূলের (ﷺ) সম্মুখে এলেন এবং দেখতে পেলেন মুহাম্মদ (ﷺ)-এর গায়ের রং ফ্যাকাশে হয়ে গিয়েছে। আনাস (রা) বলেন, আমরা তাঁর বুকে সেলাইর দাগ দেখতে পেতাম।
كتاب سيرة أول النبيين وخاتم المرسلين نبينا محمد بن عبد الله صلى الله عليه وسلم
باب ذكر رضاعة صلى الله عليه وسلم من حليمة السعدية وما ظهر عليه من آيات النبوة
عن ثابت عن أنس (6) أن رسول الله صلى الله عليه وسلم كان يلعب مع الصبيان فأتاه آت فأخذه فشق بطنه فاستخرج منه علقة فرمى بها وقال هذه نصيب الشيطان منك، ثم غسله في طست من ذهب من ماء زمزم (7) ثم لأمه فاقبل الصبيان إلى ظهئره (8) قتل محمد قتل محمد فاستقبلت رسول الله صلى الله عليه وسلم وقد انتقع لونه، قال أنس فلقد كنا نرى أثر المخيط في صدره