মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ৩০
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: রাসূলের (ﷺ) স্ত্রী হযরত খাদিজার চাচাতো ভাই ওয়ারকা ইব্‌ন নাওফাল
(৩০) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত খাদিজা (রা) একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে ওয়ারাকা ইব্‌ন নওফাল সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে রাসূল (ﷺ) বলেন, আমি তাঁকে স্বপ্নে দেখেছি। তাঁর পরিধানে আমি সাদা কাপড় দেখতে পেয়েছি। তাই আমি ধারণা করি যে, যদি তিনি দোযখবাসী হতেন, তাহলে তাঁর পরিধানে সাদা বস্ত্র থাকতো না।
(আহমদ, বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য এবং হাদীসটি হাসান।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في ورقة بن نوفل بن عم خديجة زوج النبي صلى الله عليه وسلم ورضي الله عنهما
عن عائشة رضي الله عنها (1) أن خديجة سألت رسول الله صلى الله عليه وسلم عن ورقة بن نوفل (2) فقال قد رأيته في المنام فرأيت عليه ثياب بياض فأحسبه لو كان من أهل النار لم يكن عليه ثياب بياض
tahqiqতাহকীক:তাহকীক চলমান