মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ২৯
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: যায়দ ইব্‌ন 'আমর ইব্‌ন নুফাইল
(২৯) সালিম ইবন 'আবদিল্লাহ ইবন উমার (রা) থেকে বর্ণিত। তিনি তাঁর পিতা থেকে, তাঁর পিতা রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন। রাসূলুল্লাহ্ (ﷺ)এর উপর ওহী নাযিল হওয়ার পূর্বে (নবুয়ত প্রাপ্তির পূর্বে) তিনি (একদা) বালদাহ'র নিচের দিকে যায়েদ ইব্‌ন আমর ইবন নুফাইলের সাথে সাক্ষাত করেছিলেন। রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর জন্য কিছু খাবার পেশ করেন, তাতে গোশত ছিল। কিন্তু যাযেদ সেই খাবার থেকে খেতে অস্বীকার করেন। এরপর তিনি বলেন, তোমরা যা তোমাদের দেবদেবীর উদ্দেশ্যে জবেহ কর, তা আমি আহার করি না আর যে প্রাণী জবেহ করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে, কেবল সেই প্রাণীর গোশতই আমি খেয়ে থাকি।

এই হাদীসটি রাসূলুল্লাহ্ (ﷺ) কাছ থেকে আবদুল্লাহ ইবন উমার (রা) বর্ণনা করেছেন।
(এর বরাত ১৭শ খণ্ডে কিতাবুস সাইদ-এ বর্ণিত হয়েছে।)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ما جاء في زيد بن عمرو بن نفيل
عن سالم بن عبد الله بن عمر (1) أنه سمع أباه يحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه لقى زيد بن عمرو بن نفيل بأسفل بيدح وذلك قبل أن ينزل على رسول الله صلى الله عليه وسلم الوحي، فقدم إليه رسول الله صلى الله عليه وسلم سفره فيها لحم فأبى أن يأكل منها، ثم قال أنى لا آكل ما تذبحون على أنصابكم ولا آكل إلا ما ذكر أسم الله عليه، حدث هذا عبد الله بن عمرو رضي الله عنهما عن رسول الله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৯ | মুসলিম বাংলা