মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
হাদীস নং: ১৬
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: কিফল ও যুল কিফ্ল-এর ঘটনা
(১৬) ইবন 'উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) এর কাছ থেকে একটি হাদীস শুনেছি। এই হাদীসটি একবার দুইবার কিংবা সাতবার নয়, বরং এর চেয়েও অধিকবার শুনেছি।
(সেই হাদীসটি এইরূপ:) কিফ্ল নামক বনী ইসরাঈলে জনৈক ব্যক্তি ছিলেন, যিনি তার কাজে গোনাহকে ভয় করতেন না। একদা তার কাছে একজন স্ত্রীলোক আসে, তিনি তাকে ষাটটি দীনার দেন এই শর্তে যে, সে তাঁর সাথে উপগত হবে। যখন সে সেই স্ত্রীলোকের কাছে সেভাবে বসলেন যেভাবে পুরুষ তার স্ত্রীকে সহবাস করতে বসে, স্ত্রীলোকটি কেঁপে উঠলো এবং কান্না জুড়ে দিল। কিফল জিজ্ঞেস করলেন, কী হল, কাঁদছ কেন? আমি কি তোমাকে বাধ্য করেছি? সে বললো, না। বরং এই কাজটি আমি জীবনে কখনও করিনি। আর্থিক প্রয়োজনই আমাকে এ কাজে নিয়ে এসেছে। কি বললেন, তুমি কখনও এ কাজ করোনি, অথচ আজ তা করছো? এরপর তিনি সঙ্গমস্থল থেকে নেমে এলেন এবং বললেন, তুমি চলে যাও, এই দীনারগুলোও তোমার। এরপর বললেন, আল্লাহর শপথ, কিফল কখনও আল্লাহর নাফরমানী করবেনা। সেই রাতেই তাঁর মৃত্যু হয়, সকালে তাঁর দরজায় লেখা পাওয়া যায় : قَدْ غَفَرَ اللهُ عَزَّ وَجَلَّ لِلْكِفْلِ আল্লাহ কিফলকে ক্ষমা করে দিয়েছেন।
(আল-মুনযিরী, তিরমিযী ও ইবন্ হিব্বান)
(সেই হাদীসটি এইরূপ:) কিফ্ল নামক বনী ইসরাঈলে জনৈক ব্যক্তি ছিলেন, যিনি তার কাজে গোনাহকে ভয় করতেন না। একদা তার কাছে একজন স্ত্রীলোক আসে, তিনি তাকে ষাটটি দীনার দেন এই শর্তে যে, সে তাঁর সাথে উপগত হবে। যখন সে সেই স্ত্রীলোকের কাছে সেভাবে বসলেন যেভাবে পুরুষ তার স্ত্রীকে সহবাস করতে বসে, স্ত্রীলোকটি কেঁপে উঠলো এবং কান্না জুড়ে দিল। কিফল জিজ্ঞেস করলেন, কী হল, কাঁদছ কেন? আমি কি তোমাকে বাধ্য করেছি? সে বললো, না। বরং এই কাজটি আমি জীবনে কখনও করিনি। আর্থিক প্রয়োজনই আমাকে এ কাজে নিয়ে এসেছে। কি বললেন, তুমি কখনও এ কাজ করোনি, অথচ আজ তা করছো? এরপর তিনি সঙ্গমস্থল থেকে নেমে এলেন এবং বললেন, তুমি চলে যাও, এই দীনারগুলোও তোমার। এরপর বললেন, আল্লাহর শপথ, কিফল কখনও আল্লাহর নাফরমানী করবেনা। সেই রাতেই তাঁর মৃত্যু হয়, সকালে তাঁর দরজায় লেখা পাওয়া যায় : قَدْ غَفَرَ اللهُ عَزَّ وَجَلَّ لِلْكِفْلِ আল্লাহ কিফলকে ক্ষমা করে দিয়েছেন।
(আল-মুনযিরী, তিরমিযী ও ইবন্ হিব্বান)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ذكر قصة الكفل وذي الكفل
عن ابن عمر (2) قال لقد سمعت من رسول الله صلى الله عليه وسلم حديثًا لو لم أسمعه إلا مرة أو مرتين حتى عد سبع مرات ولكن قد سمعته أكثر من ذلك قال كان الكفل من بني إسرائيل لا يتورع من ذنب عمله، فأتته امرأة فأعطاها ستين دينارًا على أن يطأها، فلما قعد منها مقعد الرجل من امرأته أرعدت وبكت فقال ما يبكيك أكرهتُكِ؟ قالت لا ولكن هذا عمل لم أعمله قط، وإنما حملني عليه الحاجة، قال فتفعلين هذا ولم تفعليه قط، قال ثم نزل فقال أذهبي فالدنانير لك، ثم قال والله لا يعصي الله الكفل أبدا فمات من ليلته فأصبح مكتوبا على بابه قد غفر الله للكفل