মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়

হাদীস নং: ১৫
বনী ইসরাঈল ও অতীতের অন্যান্য জাতিসমূহের ঘটনাবলী, আইয়্যামূল আরব তথা আরবদের ইতিহাস ও তাঁদের জাহিলিয়াত সংক্রান্ত ঘটনাবলী অধ্যায়
পরিচ্ছেদ: সেই তিন ব্যক্তির ঘটনা যাঁরা গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং গুহার প্রবেশ পথ বন্ধ হয়ে গিয়েছিল
(১৫) নু'মান ইব্‌ন বাশীর (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) কে 'রাক্বীম' সম্পর্কে বলতে শুনেছেন (রাক্বীম হচ্ছে গুহাযুক্ত পাহাড়)। তিনি বলেন, তিন ব্যক্তি পাহাড়ের গুহায় অবস্থান করছিলেন। এমতাবস্থায় পাহাড়ের একটি অংশ গুহার দরজায় ধসে পড়ে। ফলে তারা গুহায় আবদ্ধ হয়ে পড়ে। তখন তাঁদের মধ্যে একজন বললেন, তোমরা কে কী ভাল কাজ করেছ, তা স্মরণ কর। সেই ভাল কাজের উছিলায় আল্লাহ্ তা'আলা হয়তো বা নিজ কৃপায় আমাদের উপর রহমত করতে পারেন।

তখন তাঁদের মধ্যে একজন বললেন, আমি একবার একটি ভাল কাজ করেছিলাম। আমার কিছুসংখ্যক মজুর ছিল, তারা আমার কাজে নিয়োজিত ছিল। (একদা) কয়েকজন শ্রমিক আমার কাছে আসে, আমি তাদের প্রত্যেককে নির্ধারিত মজুরীর বিনিময়ে রেখে দিলাম। কিন্তু একদিন দুপুরে একজন শ্রমিক এসে হাজির হয় (এবং কাজ করতে আগ্রহ প্রকাশ করে)। আমি তাকে অন্যদের তুলনায় অর্ধেক মজুরীতে কাজ দিলাম। সে দিবসের অবশিষ্টাংশে সেই পরিমাণ কাজ করলো, যা অন্য শ্রমিকরা সারা দিনে করেছিল। সুতরাং আমার বিবেক তার মজুরী বা পারিশ্রমিক কম না করার পক্ষে রায় দিল, কারণ সে তার কাজে অধিক শ্রম দিয়েছে। (তাই আমি তাকে পূর্ণ দিনের মজুরী দিলাম) তখন অন্যান্য শ্রমিকদের মধ্যে একজন আমাকে বললো, আপনি একে আমার সমপরিমাণ মজুরী দান করলেন, অথচ সে কাজ করেছে অর্ধ দিবস? আমি তাকে বললাম, হে আল্লাহর বান্দা, আমি তো তোমার চুক্তি থেকে তোমাকে কিছু কম দেইনি। বাকী আমার সম্পদে আমি ইচ্ছামত সিদ্ধান্ত নিতে পারি। তখন সে (আমার এ কথা শুনে) রাগান্বিত হয়ে চলে গেল এবং তার পারিশ্রমিক রেখে গেল। তখন আমি তার সেই প্রাপ্য পারিশ্রমিকের অংশ ঘরের এক পাশে আল্লাহর ইচ্ছায় রেখে দেই। পরে তার সেই পারিশ্রমিকের অর্থ দিয়ে একটি গরুর বাছুর খরিদ করি, এরপর আল্লাহর ইচ্ছায় তা বৃদ্ধি পেতে থাকে। দীর্ঘদিন পর জনৈক দুর্বল বৃদ্ধ ব্যক্তি আমার কাছে উপস্থিত হল, আমি তাকে চিনতে পারলাম না। সে বললো, তোমার কাছে আমার ন্যায্য পাওনা রয়েছে, এই বলে সে আমাকে স্মরণ করিয়ে দিল এবং আমি তাকে চিনতে পারলাম। আমি বললাম, আমি তো তোমাকেই খুঁজছি। এই হচ্ছে তোমার সেই প্রাপ্য। এই বলে আমি তার সবকিছুই উপস্থাপন করলাম, সে তখন আমাকে বললো, হে আল্লাহর বান্দা, যদি তুমি দান করতে না চাও, অন্ততঃ আমার সাথে ঠাট্টা করো না। আমার ন্যায্য অধিকারই আমাকে দিয়ে দাও। আমি বললাম, আল্লাহ্ শপথ, আমি তোমার সাথে ঠাট্টা করছি না; এ সবই তোমার অধিকারভুক্ত। এখানে আমার কিছু নেই। অতঃপর আমি সবকিছু তাকে দিয়ে দিলাম। হে আল্লাহ্, আমি যদি ঐ কর্মটি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। তখন সেটি (পাহাড়ের ঐ অংশটি একটু) সরে গেল এবং তারা গুহার বাইরের দৃশ্য দেখতে পেলেন।

অন্য একজন বললেন, আমি একবার একটি ভাল কাজ করেছিলাম। আমি ছিলাম অর্থ, বিত্তের মালিক। (একদা) লোকজন দুর্ভিক্ষে পতিত হয়। এ সময় জনৈকা মহিলা আমার কাছে দান পাওয়ার আশায় আসে। কিন্তু আমি তাকে বললাম, আল্লাহর শপথ, তুমি নিজকে সমর্পণ না করা পর্যন্ত কোন দান পাবে না। কিন্তু সে অস্বীকার করে এবং চলে যায়। সে তার স্বামীর সাথে এ বিষয়ে আলোচনা করে। তার স্বামী তাকে আমার কাছে সমর্পিত হতে এবং পরিবার-পরিজনকে রক্ষা করতে পরামর্শ দেয়। তাই সে পুনরায় আমার কাছে ফিরে আসে এবং আল্লাহর নামে আমার কাছে প্রার্থনা করে। কিন্তু আমি রাজি না হয়ে বলি, আল্লাহর শপথ, তোমাকে না পাওয়া ভিন্ন তা হবে না। সে যখন আমার দৃঢ়তা লক্ষ্য করলো, তখন (অনন্যোপায় হয়ে) নিজকে আমার কাছে সমর্পণ করলো। যখন আমি তাকে অনাবৃত করে উপগত হওয়ার নিকটবর্তী হই, তখন সে নড়ে ওঠে। আমি বললাম, তোমার কী হলো? সে বললো, আমি বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহকে ভয় করি। আমি বললাম, তুমি এই কষ্টের মধ্যেও তাঁকে ভয় কর অথচ আমি এই প্রাচুর্যের মধ্যে থেকেও তাঁকে ভয় করছি না। এরপর আমি তাকে ছেড়ে দিই এবং তাকে তার প্রাপ্য দিয়ে দিই। হে আল্লাহ্, আমি যদি এই কর্ম আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আমাদেরকে উদ্ধার করুন। তখন পাহাড় আরও একটু সরে গেল, তাঁরা পরস্পর পরস্পরকে চিনতে পারলেন এবং সবকিছু তাঁদের কাছে পরিষ্কার হয়ে উঠলো।

অন্য একজন বললেন, আমি একবার একটি ভাল কাজ করেছিলাম। আমার পিতা-মাতা ছিলেন অত্যন্ত বৃদ্ধ। আমার কয়েকটি বকরি ছিল। আর আমিই আমার পিতামাতার ভরণ-পোষণের দায়িত্ব পালন করতাম এবং দায়িত্ব পালন শেষে বকরি পালের কাছে ফিরে যেতাম। একদিন অধিক পরিমাণে বৃষ্টির কারণে আমি আটকে পড়লাম। সন্ধ্যার পর আমি পরিবার-পরিজনের কাছে ফিরলাম। দুধ দোয়ানোর পাত্র নিয়ে দুধ দোয়ালাম। আমার বকরিগুলো ঐ অবস্থায় দণ্ডায়মান ছিল। যাহোক, আমি দুধ নিয়ে পিতা- মাতার কাছে গিয়ে দেখলাম, তাঁরা ঘুমিয়ে পড়েছেন। তখন আমার কাছে তাঁদেরকে জাগ্রত করা এবং আমার বকরিগুলোকে ছেড়ে দেওয়া দুটোই কষ্টকর মনে হচ্ছিল। তখন আমি সেইভাবেই দুধের পাত্র হাতে নিয়ে বসে রইলাম। প্রত্যুষে তাঁদের নিদ্রা ভঙ্গ হলো এবং আমি তাঁদেরকে দুধ পান করালাম। হে আল্লাহ্, আমি যদি এই কর্মটি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন।

নু'মান বলেন, আমি যেন এই ঘটনাটি রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট থেকে শুনতে পাচ্ছি। তিনি যেন বলছেন, পাহাড়টির (গুহার) দ্বার বন্ধ ছিল। (তাঁদের দোয়ার বরকতে) আল্লাহ্ তা ফাঁক করে দিলেন আর তাঁরা (গুহা থেকে) বের হয়ে আসলেন।
(হাইছামী, আহমদ ও আবূ ই'য়ালা)
كتاب قصص الماضين من بنى اسرائيل وغيرهم
باب ذكر قصة الثلاثة الذين آوو الى الغار فانطبق عليهم
عن النعمان بن بشير (5) أنه سمع رسول الله صلي الله عليه وسلم يذكر الرقيم (6) فقال أن ثلاثة كانوا فى كهف فوقع الجبل على باب الكهف فأوصد عليهم (7) قال قائل منهم تذاكروا ايكم عمل حسنة لعل الله عز وجل برحمته يرحمنا، فقال رجل منهم قد عملت حسنة مرة: كان لى أجراء يعملون فجاءنى عمال لى فاستأجرت كل رجل منهم بأجر معلوم، فجاءنى رجل ذات يوم وسط النهار فاستأجرته بشطر أصحابه فعمل فى بقية نهاره كما عمل كل رجل منهم فى نهاره كله، فرأيت علىّ فى الذمام (8) أن لا انقصه مما استأجرت به أصحابه لما جهد فى عمله، فقال رجل منهم أتعطى هذا مثل ما أعطيتنى ولم يعمل إلا نصف نهار؟ فقلت يا عبد الله لم ابخسك شيئا من شرطك وانما هو مالى أحكم فيه ما شئت، قال فغضب وذهب وترك أجره، قال فوضعت حقه فى جانب من البيت ما شاء الله ثم مرت بي بعد ذلك بقر فاشتريت به فصيلة (1) من البقر فبلغت ما شاء الله، فمر بي بعد حين شيخًا ضعيفًا لا أعرفه فقال أن لي عندك حقًا فذكرنيه متى عرفته، فقلت إياك أبغي (2) هذا حقك فعرضتها عليها جميعًا، فقال يا عبد الله لا تسخر بي أن لم تصدق علي فأعطني حقي، قال والله لا أسخر بك أنها لحقك مالي منها شيء، فدفعتها إليه جميعًا، اللهم إن كنت فعلتُ ذلك لوجهك فأخرج عنا، قال فنصدع الجبل حتى رأوا منه وأبصروا (قال الآخر) قد عملت حسنة مرة كان لي فضل (3) فأصابت الناس شدة (4) فجاءتني امرأة تطلب مني معروفًا (5) قال فقلت والله ما هو دون نفسك (6) فأبت علي فذهبت ثم رجعت فذكرتني بالله فأبيت عليها وقلت لا والله ما هو دون نفسك، فأبت علي وذهبت، فذكرت لزوجها فقال لها أعطيه نفسك وأغني عيالك فرجت إلي فناشدتني بالله فأبيت عليها وقلت والله ما هو دون نفسك، فلما رأت ذلك أسلمت إلي نفسها، فلما تكشفتها وهممت بها ارتعدت من تحتي، فقلت لها ما شأنك؟ قالت أخاف الله رب العالمين قلت لها خفتيه في الشدة ولم أخفه في الرخاء (7) فتركتها وأعطيتها ما بحق علي مما تكشفتها: اللهم إن كنت فعلت ذلك لوجهك فأفرج عنا، قال فانصدع حتى عرفوا وتبين لهم (قال الآخر) عملت حسنة مرة كان لي أبوان شيخان كبيران وكانت لي غنم فكنت أطعم أبوي وأسقيهما ثم رجعت إلي غنمي قال فأصابني يوما غيث (8) حبسني فلم أبرح حتى أمسيت فأتيت أهلي وأخذت محلبي (9) فحلبت وغنمي قاتمة فمضيت إلى أبوي فوجدتهما قد ناما فشق علي أن أوقظهما وشق علي أن أترك غنمي، فما برحت جالسًا ومحلبي على يدي حتى أيقظهما الصبح فسقيتهما، اللهم أن كنت فعلت ذلك لوجهك فأفرج عنا، قال النعمان فكان أسمع هذه من رسول الله صلى الله عليه وسلم قال الجبل طاق (10) ففرج الله عنهم فخرجوا
tahqiqতাহকীক:তাহকীক চলমান