মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৯৩
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী ও বান্দা 'ঈসা (আ)-এর গুণ-বৈশিষ্ট্য, শেষ যামানায় তাঁর অবতরণ, তাঁর নির্দেশ, তাঁর অবস্থানের সময়কাল, তাঁর হজ্জ পালন, ইসলাম ভিন্ন অন্যসব ধর্মের বিলুপ্তি ও তাঁর ওফাত
(৯৩) যুহরী (র) হানযালার (রা) বরাতে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, 'ঈসা ইবন মারইয়াম (আ) অবতরণ করবেন এবং শূকর হত্যা করবেন, ক্রুশ বিলুপ্ত করে দেবেন। তার অধীনে সালাত কায়েম করা হবে। তখন সম্পদ প্রদান করা হবে কিন্তু তা গ্রহণ করা হবে না। তিনি "খারাজ” উঠিয়ে দিবেন। তিনি "রাওহা" নামক স্থানে অবতরণ করবেন (স্থানটি মদীনা শরীফ থেকে ত্রিশ অথবা ছত্রিশ অথবা চল্লিশ মাইল দূরে অবস্থিত)। তিনি সেখান থেকে ইহরাম করবেন হজ্জের নিয়্যতে অথবা ওমরার নিয়্যতে, অথবা একত্রে উভয়টির নিয়্যতে। বর্ণনাকারী (যুহরী) বলেন, আবূ হুরাইরা (রা) এখানে আল্লাহর বাণী তিলাওয়াত করেন,
وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْم الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا
অর্থাৎ আহলে কিতাবের প্রত্যেকেই মৃত্যুর পূর্বে তাঁর প্রতি অবশ্যই ঈমান আনবে এবং কিয়ামত দিবসে তিনি তাদের বিরুদ্ধে সাক্ষী হবেন।
হানযালা (রা) মনে করেন "ঈসার মৃত্যুর পূর্বে তাঁর উপর তারা ঈমান আনবে" আবূ হুরাইরার (রা) এ কথাটি সম্পূর্ণই রাসূলের (ﷺ) বাণী, না কি আবূ হুরাইরার (রা) নিজের তা আমি জানি না।
(একই রাবী থেকে দ্বিতীয় বর্ণনায় এসেছে) হানযালা আল-আস্লামী (রা) আবূ হুরাইরাকে (রা) বলতে শুনেছেন। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, মুহাম্মদের জীবন যাঁর হাতে, সেই মহান সত্তার শপথ, মারইয়ম পুত্র (ঈসা) 'রাওহা' প্রান্তরে অবশ্যই অবতরণ করবেন হজ্জ পালনকারী হিসেবে অথবা ওমরা পালনকারী হিসেবে অথবা উভয়টি একত্রে পালনকারী হিসেবে।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء في صفته وشمائله ونزوله آخر الزمان وحكمه ومدة مكثه فى الارض وحجه وفناء كل ملة غير الاسلام ووفاته
عن الزهرى (5) عن حنظلة عن أبى هريرة قال قال رسول الله صلي الله عليه وسلم ينزل عيسى بن مريم فيقتل الخنزير ويمحو الصليب وتجمع له الصلاة ويعطى المال حتى لا يقبل، ويضع الخراج وينزل الروحاء (6) فيحج منها (7) أو يعتمر أو يجمعهما قال وتلا أبو هريرة وأن من أهل الكتاب الا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا) فزعم حنظلة (8) أن أبا هريرة قال يؤمن به قبل موت عيسى فلا أدرى هذا كله حديث النبى صلي الله عليه وسلم أو شيء قاله أبو هريرة (وعنه من طريق ثان) (1) عن حنظلة الأسلمى سمع أبا هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذى نفس محمد بيده ليُهلنَّ أبن مريم بفج الروحاء (2) حاجا أو معتمرا أو ليُثنيهما
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৩ | মুসলিম বাংলা