মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৯২
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী ও বান্দা 'ঈসা (আ)-এর গুণ-বৈশিষ্ট্য, শেষ যামানায় তাঁর অবতরণ, তাঁর নির্দেশ, তাঁর অবস্থানের সময়কাল, তাঁর হজ্জ পালন, ইসলাম ভিন্ন অন্যসব ধর্মের বিলুপ্তি ও তাঁর ওফাত
(৯২) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছন, নবীগণ পরস্পরে সৎ ভাই। তাঁদের জননী ভিন্ন, কিন্তু তাঁদের দ্বীন এক ও অভিন্ন। আর আমিই 'ঈসা ইবন মারইয়ামের (আ) সবচেয়ে নিকটবর্তী। কারণ, আমার ও তাঁর মধ্যে অন্য কোন নবী নেই এবং তিনি অবশ্যই অবতরণ করবেন। যখন তোমরা তাঁকে দেখবে, তখন তাঁকে সুঠাম দেহের অধিকারী, লাল ও সাদা মিশ্রিত গায়ের রং এবং তাঁর গায়ে থাকবে দুইটি ঈষৎ হালকা রংয়ের বস্ত্র। তাঁর কেশরাজি থেকে যেন পানির ফোঁটা টপ টপ করে ঝরছে, যদিও তাঁর কেশরাজি ভিজা নয়। তিনি এসে ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া কর উঠিয়ে দেবেন এবং মানুষকে দ্বীন ইসলামের প্রতি আহ্বান করবেন। সুতরাং তাঁর সময়ে আল্লাহ্ তা'আলা ইসলাম ভিন্ন অন্য সকল বাতিল ধর্ম ধ্বংস করে দিবেন। তাঁর সময়ে আল্লাহ্ তা'আলা মাসীহ দাজ্জালকে ধ্বংস করবেন। পৃথিবীতে সর্বত্র শান্তি বিরাজ করবে। এমনকি সিংহ আর উট; চিতাবাঘ আর গাভী, বাঘ আর ছাগ একত্রে বিচরণ করবে। শিশুরা সাপ নিয়ে খেলা করবে, সাপ তাদের কোন ক্ষতি করবে না। এইভাবে ঈসা (আ) চল্লিশ বছর অতিবাহিত করবেন। অতঃপর তাঁর ওফাত হবে। মুসলিম জনতা তাঁর সালাতুল জানাযা আদায় করবেন। (অন্য বর্ণনায়) এবং তাঁকে তারা দাফনও করবেন।
(আবূ হুরাইরা (রা) থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, অচিরেই মারইয়ামপুত্র (ঈসা) তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ প্রশাসক হিসেবে অবতরণ করবেন (অন্য শব্দে ন্যায়পরায়ণ শাসক ও সুবিচারক ইমাম হিসেবে)। তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া উঠিয়ে দিবেন। সম্পদের প্রাচুর্য দেখা দেবে। এমনকি তা কেউ গ্রহণ করবে না।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ ও ইবনে জারীর)
(আবূ হুরাইরা (রা) থেকে অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, অচিরেই মারইয়ামপুত্র (ঈসা) তোমাদের মধ্যে একজন ন্যায়পরায়ণ প্রশাসক হিসেবে অবতরণ করবেন (অন্য শব্দে ন্যায়পরায়ণ শাসক ও সুবিচারক ইমাম হিসেবে)। তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযিয়া উঠিয়ে দিবেন। সম্পদের প্রাচুর্য দেখা দেবে। এমনকি তা কেউ গ্রহণ করবে না।
(বুখারী, মুসলিম, আবূ দাউদ, ইবন মাজাহ ও ইবনে জারীর)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء في صفته وشمائله ونزوله آخر الزمان وحكمه ومدة مكثه فى الارض وحجه وفناء كل ملة غير الاسلام ووفاته
عن أبى هريرة (1) أن النبى صلي الله عليه وسلم قال الأنبياء إخوة لعَلاَت، أمهاتهم شّى ودينهم واحد، وأنا أولى الناس بعيسى بن مريم لأنه لم يكن بينى وبينه نبى (1) وأنه نازل فاذا رأيتموه فاعرفوه رجلا مربوعا الى الحمرة والبياض عليه ثوبان عصران (2) كأن رأسه يقطر وان لم يصبه بلل: فيدق الصليب (3) ويقتل الخنزير ويضع الجزية ويدعو الناس الى الأسلام فيهلك الله فى زمنه الملل كلها إلا الأسلام ويهلك الله فى زمانه المسيخ الدجال وتقع الأمنة على الأرض حتى ترتع الاسود مع الابل، والنمار مع البقر، والذئاب مع الغنم، ويلعب الصبيان بالحيات لا تضرهم، فيمكث أربعين سنة ثم يتوفى ويصلى عليه المسلمون (زاد فى رواية) ويدفنونه (وعنه من طريق ثان) (4) يبلغ به النبى صلى الله عليه وسلم يوشك أن ينزل فيكم أبن مريم حكما مقسطا (وفى لفظ حكما عادلا وإماما مقسطا) يكسر الصليب ويقتل الخنزير ويضع الجزية ويفيض المال حتى لا يقبله أحد