মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৮০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : 'উযাইর (আ)-এর ঘটনা
(৮০) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (ﷺ) বলেন, (একদা) নবীগণের (আ) মধ্য থেকে জনৈক নবী (আ) একটি বৃক্ষের নীচে অবতরণ করেন। এই সময় একটি পিপিলিকা তাঁকে দংশন করে। তিনি (ক্রোধান্বিত হয়ে) তাঁর সঙ্গীদের নির্দেশ দেন। নির্দেশমত বৃক্ষের তলদেশ থেকে পিপিলিকার বাসা বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন আল্লাহ্ তা'আলা ওহীর মাধ্যমে প্রশ্ন রাখলেন- তবে একটি পিপিলিকা নয় কেন? (অর্থাৎ তোমাকে দংশন করেছিল, একটি পিপিলিকা আর তুমি কিনা পুড়িয়ে দিলে সব পিপিলিকা?)
(এই হাদীসের তাখরীজ দ্রঃ খণ্ড ১৬, হাদীসনং ১৫)
(এই হাদীসের তাখরীজ দ্রঃ খণ্ড ১৬, হাদীসনং ১৫)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب قصة العزيز وما جاء فى ذلك
عن أبى هريرة (1) قال قال رسول الله صلي الله عليه وسلم نزل نبى من الانبياء تحت شجرة فلدغته نملة فامر بجهازه فأخرج من تحتها ثم أمر بها فأحرقت بالنار فاوحى الله عز وجل اليه فقتلاّ نملة واحدة