মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৭৯
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: সুলায়মানের (আ) এর স্ত্রী ও বাঁদীগণের আধিক্য
(৭৯) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, (একদা) সুলায়মান ইবনে দাউদ (আ) বলেন, আজকের রজনীতে আমি একশত স্ত্রীলোকের সাথে সহবাস করবো, তাঁরা প্রত্যেকেই একটি করে পুত্র সন্তান প্রসব করবে এবং (বড় হয়ে) এরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। রাসূল (ﷺ) বলেন, তিনি 'ইনশাআল্লাহ্' বলতে ভুলে গিয়েছিলেন। যাহোক, তিনি একশত স্ত্রীর সাথে সহবাস করেন বটে; কিন্তু তাঁদের একজন বাদে কেউ কোন সন্তান প্রসব করেননি। যিনি প্রসব করেছিলেন, তিনিও অর্ধ মানবশিশু প্রসব করেন (পূর্ণাঙ্গ নয়)। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, তিনি যদি 'ইনশাআল্লাহ্' বলতেন, তাহলে তিনি ব্যর্থ হতেন না এবং তাঁর মহৎ উদ্দেশ্য পূর্ণ করতে পারতেন। অন্য বর্ণনায় এসেছে-তিনি যদি 'ইনশাআল্লাহ্' বলতেন, তবে সেই একশত স্ত্রীলোকের সবাই একজন করে পুত্রসন্তান প্রসব করতেন, এবং (বড় হয়ে) তারা তরবারীর সাহায্যে আল্লাহর রাস্তায় যুদ্ধ (জিহাদ) করতো।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى كثرة نسائه وسراريه
عن أبى هريرة (1) قال قال رسول الله صلي الله عليه وسلم قال سليمان بن داود لأطوفن الليلة بمائة امرأة تلد كل امرأة منهن غلاما يقاتل في سبيل الله، قال ونسى أن يقول إن شاء الله، فأطاف بهن قال فلم تلد منهن إلا واحد نصف انسان (1) فقال رسول الله صلى الله عليه وسلم لو قال إن شاء الله لم يحنث (2) وكان دركا لحاجته وفى لفظ لو أنه كان قال ان شاء الله لو لدت كل امرأة منهن غلاما يضرب بالسيف فى سبيل الله عز وجل