মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৭৭
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবী সুলায়মান (আ) ও তাঁর বিশাল সাম্রাজ্য
(৭৭) আবূ হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, গতকাল রাতে জ্বিন গোত্রীয় একটি শয়তান আমাকে বিরক্ত করছিল-আমার সালাত আদায়ে বিপত্তি ঘটানোর উদ্দেশ্যে। কিন্তু আল্লাহ্ আমাকে সামর্থ্য দিয়েছিলেন। আমি তাকে ধরে ফেলি এবং ইচ্ছা পোষণ করছিলাম যে মসজিদের স্তম্ভসমূহের কোন একটির সাথে ওকে বেঁধে রেখে দিই, যেন সকাল বেলায় তোমরা সবাই তাকে দেখতে পার। কিন্তু আমার ভাই সুলায়মানের (আ) দোয়া আমার স্মৃতিতে ভেসে উঠলো। তিনি দোয়া করেছিলেন, প্রভু আমাকে এমন সাম্রাজ্য ক্ষমতা দান করুন, যা আমার পরে আর কাউকে প্রদান করা হবে না। তাই রাসূল (ﷺ) তাকে ব্যর্থ মনোরথ অবস্থায় ছেড়ে দেন।
(হাদীসটি সহীহ। বুখারী, মুসলিম ও অন্যান্য)
(হাদীসটি সহীহ। বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبى الله سليمان وعظم ملكه
عن أبى هريرة (2) عن النبى صلي الله عليه وسلم قال ان عفريتا من الجن تفلت علىّ البارحة ليقطع علىّ الصلاة فامكننى الله منه فدَعَتُه وأردت أن أربطه الى جنب سارية من سوارى المسجد حتى تصبحوا فتنظروا اليه كلكم أجمعون، قال وأردت أن أربطه الى جانب سارية من سوارى المسجد حتى تصبحوا فتنظروا اليه كلكم أجمعون، قال فذكرت دعوة أخى سليمان رب هب لى ملكا لا ينبغى لأحد من بعدى، قال فردُه خاسئاً.