মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৭৬
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: আল্লাহর নবী সুলায়মান (আ) ও তাঁর বিশাল সাম্রাজ্য
(৭৬) 'আবদুল্লাহ ইবন 'আমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূলকে (ﷺ) বলতে শুনেছি যে, সুলায়মান ইব্ন দাউদ (আ) আল্লাহ্ তা'আলার কাছে তিনটি বিষয় প্রার্থনা করেছিলেন। তান্মধ্যে দু'টি আল্লাহ্ তা'লা তাঁকে দান করেছেন এবং আমরা আশা পোষণ করি, তৃতীয়টিও তাঁকে প্রদান করা হবে। তিনি আল্লাহর কাছে এমন বিচারবুদ্ধি প্রার্থনা করেছিলেন, যা আল্লাহর ফায়সালার অনুগামী। আল্লাহ্ তাঁকে তা দান করেছেন। তিনি আল্লাহর কাছে এমন সাম্রাজ্য প্রার্থনা করেন, যা তাঁর পরে আর কাউকে দান করা সমীচীন হবে না। আল্লাহ্ তাঁর এই প্রার্থনাও মঞ্জুর করেছেন। তিনি এই প্রার্থনাও করেন যে, যদি কোন ব্যক্তি এই মসজিদে (বাইতুল মাকদিস) কেবল সালাত আদায়ের নিয়্যতে ঘর থেকে বের হয়ে আসে, তাহলে সে যেন তাঁর পাপাচার থেকে ঐ দিনের ন্যায় নির্মল হয়ে যায়, যেদিন তার জননী তাকে জন্ম দিয়েছিল। সুতরাং আমরা আশা করতে পারি যে, আল্লাহ্ তা'আলা তাঁর এই প্রার্থনাও কবুল করে থাকবেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
(বুখারী, মুসলিম ও অন্যান্য)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبى الله سليمان وعظم ملكه
عن عبد الله بن عمرو (1) قال سمعت رسول الله صلي الله عليه وسلم يقول ان سليمان بن داود عليه السلام سأل الله ثلاثا فأعطاه اثنتين، ونحن نرجو أن تكون له الثالثة (2) فسأله حكما يصادف حكمه (3) فأعطاه إياه، وسأله ملكا لا ينبغى لأحد من بعده (4) فأعطاه إياه وسأله إيما رجل خرج من بيته لا يريد إلا الصلاة في هذا المسجد (1) خرج من خطيئته مثل يوم ولدته أمه فنحن نرجو أن يكون الله عز وجل قد اعطاه إياه