মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৬৩
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: কারুন, ফিরআউন ও হামানের নিন্দা
(৬৩) আবদুল্লাহ ইবন 'আমর ইবন 'আস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহর রাসূল (ﷺ) সালাত বিষয়ে কথা বলছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সালাতের প্রতি গুরুত্বের সাথে যত্নবান হবে, কিয়ামতের দিন সালাত সেই ব্যক্তির জন্য "নূর” (জ্যোতি), বুরহান (অকাট্য দলীল) ও নাজাত (যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি) হয়ে যাবে। আর যে ব্যক্তি তা করবে না, তার জন্য সালাত নূর, বুরহান ও নাজাত হবে না। বরং কিয়ামতের দিন সে থাকবে কারূন, ফিরআউন, হামান ও উবাই বিন খালফের সাথে।
(এই হাদীসের সনদ ও তাখরীজ দ্বিতীয় খণ্ডের ৮১নং হাদীসের টীকায় দ্রষ্টব্য।)
(এই হাদীসের সনদ ও তাখরীজ দ্বিতীয় খণ্ডের ৮১নং হাদীসের টীকায় দ্রষ্টব্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى ذم قارون وفرعون وهامان
عن عبد الله بن عمرو بن العاص (1) عن النبى صلي الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة، ومن لم يحافظ عليها لم يكن له نور ولا برهان وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وابى بن خلف