মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৬২
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: কারূণের মাটিতে ধ্বসে যাওয়া এবং আল্লাহর নবী মূসা (আ)-এর সাথে তার ঘটনা
(৬২) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী আমার প্রাণপ্রিয় বন্ধুবর আবুল কাসিম মুহাম্মদ (ﷺ) আমার কাছে বর্ণনা করেছেন, তোমাদের পূর্ববর্তীদের মধ্যে এক ব্যক্তি তার এক জোড়া কাপড় পরে দর্পভরে চলছিল। সে ভীষণ অহঙ্কারী ছিল। আল্লাহ্ তা'আলা তার উপর ক্রুদ্ধ হন এবং যমিনকে নির্দেশ দেন, যমিন তাকে গ্রাস করে নেয়। সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ, সেই (অভিশপ্ত) ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির অভ্যন্তরে তলিয়ে যেতে থাকবে।
(হাদীসটি সহীহ। বুখারী ও মুসলিম)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب الخسف بقارون وقصة نبى الله موسى معه
عن أبى هريرة (2) قال حدثنى الصادق المصدوق خليلى أبو القاسم صلي الله عليه وسلم قال بينما رجل ممن كان قبلكم يتبختر بين بردين فغضب الله عليه فأمر الأرض فبلعته، فوا الذي نفسي بيده إنه ليتجلجل الى يوم القيامة
tahqiqতাহকীক:তাহকীক চলমান