মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ৫৯
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : খিযির (আ)-এর সাথে মূসা (আ) এর ঘটনা
(৫৯) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, (একদা) তিনি এবং হুর ইবনে ক্বাইস ইবনে হিসন আল-ফাযারী মূসার (আ) সেই সঙ্গী বিষয়ে বিতর্কে লিপ্ত হন, যাঁর সাক্ষাত লাভের আশায় তিনি রাস্তার সন্ধান করেছিলেন। ইবন 'আব্বাস বলেন, তিনি খাযির (আ)। এই সময় তাঁদের (ইব্ন আব্বাস ও হুর) পাশ দিয়ে উবাই ইব্ন কা'ব (রা) যাচ্ছিলেন। ইবন 'আব্বাস তাকে ডাক দিয়ে থামালেন এবং বললেন, আমি ও আমার এই সাথী মূসার (আ) সেই সঙ্গীর ব্যাপারে তর্কে লিপ্ত হয়ে পড়েছি, যাঁর সাক্ষাতের আশায় তিনি (মূসা) রাস্তার সন্ধান করেছিলেন! আপনি কি এ বিষয়ে আল্লাহর রাসূল (ﷺ) থেকে কোন কিছু শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) কে বলতে শুনেছি- একদা মূসা (আ) বনী ইসরাইলের নেতৃস্থানীয়দের মাঝে ছিলেন, এমন সময় এক ব্যক্তি তাঁর কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনার চেয়ে অধিক জ্ঞানী কোন লোককে আপনি চেনেন? তিনি উত্তর দেন, না। তখন আল্লাহ্ তা'আলা তাঁর কাছে ওহী প্রেরণ করে বললেন, তিনি হচ্ছেন আমার বান্দা খাযির। তখন মূসা (আ) তাঁর সাথে সাক্ষাত করার জন্য আল্লাহর কাছে রাস্তার সন্ধান প্রার্থনা করেন। আল্লাহ্ তা'আলা তাঁর জন্য (মূসা) একটি মাছকে নিদর্শন হিসেবে সাব্যস্ত করে দেন। এবং তাঁকে (মূসা) বলা হয়, যখন আপনি মাছটি হারিয়ে ফেলবেন, তখন ফিরে যাবেন। তাহলে নিশ্চয়ই আপনি তার সাক্ষাৎ পাবেন।
বর্ণনাকারী ইবনে মুসআ’ব তার হাদীসে আরো বলেন: যেতে যেতে তিনি একটি জায়গায় থামলেন। তখন তিনি তার (সঙ্গী) যুবককে বলল, আমাদের নাশতা লও। সত্যি বলতে কি, এ সফরে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। তখন দেখা গেল তিনি মাছটি হারিয়ে ফেলেছেন। তখন তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। এভাবে মুসা সমুদ্রে মাছের চিহ্ন অনুসরণ করে এগিয়ে চললেন। অতঃপর তাঁদের দু'জনের (মূসা ও খিযির) বাকি ঘটনা আল্লাহ্ তা'আলা তাঁর পবিত্র কিতাবে বিবৃত করেছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য। হাদীসটি সহীহ।)
বর্ণনাকারী ইবনে মুসআ’ব তার হাদীসে আরো বলেন: যেতে যেতে তিনি একটি জায়গায় থামলেন। তখন তিনি তার (সঙ্গী) যুবককে বলল, আমাদের নাশতা লও। সত্যি বলতে কি, এ সফরে আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। তখন দেখা গেল তিনি মাছটি হারিয়ে ফেলেছেন। তখন তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। এভাবে মুসা সমুদ্রে মাছের চিহ্ন অনুসরণ করে এগিয়ে চললেন। অতঃপর তাঁদের দু'জনের (মূসা ও খিযির) বাকি ঘটনা আল্লাহ্ তা'আলা তাঁর পবিত্র কিতাবে বিবৃত করেছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য। হাদীসটি সহীহ।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب قصته مع الخضر عليه السلام
عن ابن عباس رضى الله عنهما أنه ثمارى هو والحر بن قيس بن حصن الفزارى فى صاحب موسى عليه السلام الذى سأل السبيل الى لقيه، فقال ابن عباس هو خضر إذ مر بهما ابيّ بن كعب رضى الله عنه، فناداه ابن عباس فقال انى تماريت أنا وصاحبى هذا فى صاحب موسى عليه السلام الذى سأل السبيل إلى لقيه، فهل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر شأنه؟ قال نعم، سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول بينا موسى عليه السلام فى ملأ من بنى اسرائيل إذ قام اليه رجل فقال هل تعلم أحد أعلم منك؟ قال لا، قال فأوحى الله تبارك وتعالى اليه عبدنا خضر، فسأل موسى عليه السلام السبيل الى لقيته وجعل الله تبارك وتعالى له الحوت آية فقيل له اذا فقدت الحوت فارجع، وكان من شأنهما ما قص الله تبارك وتعالى في كتابه