মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ৫৮
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: বনী ইসরাইলের কাপুরুষতা ও অত্যাচারীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় তাদের ভয়-ভীতি
(৫৮) আনাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বদরের উদ্দেশ্যে বের হন, তখন তিনি লোকদের কাছ থেকে পরামর্শ আহ্বান করেন। অতপর আবু বকর (রা) তাকে এক পরামর্শ দিলেন। রাসূল (ﷺ) পুনরায় পরামর্শ আহ্বান করেন। এবার উমার (রা) তাকে এক পরামর্শ দেন। রাসূল (ﷺ) চুপ থাকেন। তখন আনসারদের জনৈক ব্যক্তি বললেন, রাসূল (ﷺ) তোমাদেরকে উদ্দিষ্ট করেছেন। তখন তাঁরা (আনসারগণ) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ) আল্লাহর শপথ, আমরা কখনও বনী ইসরাইল মূসাকে (আ) যেরূপ বলেছিল "আপনি এবং আপনার প্রভু এগিয়ে যান এবং যুদ্ধ করুন, আমরা এখানে বসে পড়লাম” – এরূপ হবো না। বরং আল্লাহর শপথ, আপনি যদি উষ্ট্রী হাঁকিয়ে চলতে থাকেন এবং এমনকি ইয়ামানের 'বারকুল-গিমাদ' পর্যন্ত পৌঁছে যান, তবুও আমরা আপনার সাথেই থাকবো।
(নাসাঈ ও ইবনে হিব্বান)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ما جاء فى جبن بنى اسرائيل وخوفهم من قتال الجبارين
عن أنس (1) قال لما سار رسول الله صلي الله عليه وسلم الى بدر خرج فاستشار الناس فأشار عليه أبو بكر رضى الله عنه، ثم استشارهم فأشار عليه عمر رضى الله عنه فسكت، فقال رجل من الأنصار إنما يريدكم (2) فقالوا يا رسول الله والله لا نكون كما قالت بنوا اسرائيل لموسى عليه السلام (اذهب أنت وربك فقاتلا أنا ههنا قاعدون) ولكن والله لو ضربت أكباد الابل حتى تبلغ بَرك الغِماد (3) لكنا معك
tahqiqতাহকীক:তাহকীক চলমান