মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
হাদীস নং: ২৫
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : ইব্রাহীম (আ)-এর সিরিয়ায় হিজরত, তাঁর মিশর প্রবেশ এবং সারার সাথে মিশরের বাদশাহর ঘটনা
(২৫) আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, বলেছেন, ইব্রাহীম (আ) তিনটি মিথ্যা (কৌশলী উক্তি) ব্যতীত কোন মিথ্যা কখনও বলেননি। (এক) যখন তাঁকে তাঁর সম্প্রদায়ের ইলাহসমূহের প্রতি ডাকা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি পীড়িত। (দুই) যখন তাঁকে মূর্তিসমূহ ভাঙ্গার অভিযোগে অভিযুক্ত করা হয়, তিনি বলেছিলেন সবচেয়ে বড়টিই এ কাজ করেছে। (তিন) তিনি তাঁর স্ত্রী সারাকে (দেখিয়ে) বলেছিলেন, এ আমার ভগ্নি। রাসূল (ﷺ) বলেন, ইব্রাহীম (আ) (মিশরের) এক পল্লীতে প্রবেশ করেন। সেখানে ছিল জনৈক শাসক (বাদশাহ) অথবা স্বৈরাচারী। তাকে জানানো হলো, আজ রাতে ইব্রাহীম (আ) এক পরমা সুন্দরী মহিলাকে সাথে নিয়ে এখানে প্রবেশ করেছেন। তখন সেই শাসক বা স্বৈরাচারী ইব্রাহীমের (আ) কাছে লোক পাঠিয়ে জানতে চায়, "তোমার সাথে এই মহিলা কে?" তখন তিনি বলেন, আমার বোন। সে (লম্পট) বললো, তাকে নিয়ে এস। তার নির্দেশমত সারাকে তার কাছে নিয়ে আসা হলো। ইব্রাহীম (আ) সারাকে বলে দিলেন, তুমি আমার কথা মিথ্যা প্রতিপন্ন করো না, আমি তাকে জানিয়ে দিয়েছি যে, তুমি আমার বোন। আমি এবং তুমি ছাড়া এখানে আর কোন ঈমানদার নেই। (সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে অপরের মধ্যে ভাই-বোন সম্পর্ক যেমন সত্য, স্বামী-স্ত্রীর সম্পর্কও সত্য। কারণ কোন মুমিন কোন কাফির স্ত্রী লোককে বিবাহ করতে পারে না।) সারা যখন তার কাছে প্রবেশ করলো, সেই লম্পট তাঁকে পাকড়াও করার জন্য এগিয়ে আসলো। সারা ইত্যবসরে ওযু করে (নফল) সালাত পড়ে (মনে মনে) বললেন, হে আল্লাহ্, যদি তুমি জেনে থাক যে, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ভিন্ন অন্য পুরুষ থেকে আমার সতীত্ব সুরক্ষা করেছি, তাহলে তুমি এই কাফিরকে আমার সম্ভ্রমহানি করতে দিও না। লম্পট তার দিকে অগ্রসর হতেই গড়গড় শব্দ করতে থাকে এবং পা দিয়ে মাটিতে আঘাত করতে থাকে (অর্থাৎ অপ্রকৃতস্থ বা বেহুঁশ হয়ে পড়ে)। অন্য আরেক সনদে আবুয যিনাদ বর্ণনা করেন- আবূ সালামা ইবন আবদুর রহমান থেকে, তিনি আবু হুরাইরা (রা) থেকে-তখন সারা বলেন, হে আল্লাহ্! সে যদি এই অবস্থায় মারা যায়, তবে লোকজন বলবে, এই মহিলা তাকে হত্যা করেছে। সুতরাং তাকে সুস্থ করে দেওয়া হল। তারপর সে পুনরায় সারার দিকে অগ্রসর হয়। সারা পূর্বের ন্যায় ওযু করে (নফল) সালাত আদায় করেন এবং (মনে মনে) বলেন, হে আল্লাহ্, তুমি যদি জেনে থাক যে, আমি তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ভিন্ন অন্য পুরুষ থেকে আমার সতীত্ব সুরক্ষা করেছে, তাহলে তুমি এই কাফিরকে আমার সম্ভ্রমহানি করতে দিও না। লম্পট আবারো গড়গড় শব্দে মাটিতে পা ছুড়ে মারছিল (বেহুঁশ হয়ে গেল)। আবুয যিনাদের উপরিউক্ত সনদে বলা হয়েছে-সারা বললেন, হে আল্লাহ্, সে এই অবস্থায় মারা গেলে লোকজন বলবে, এই মহিলা (আমি) তাকে হত্যা করেছি। সুতরাং আবার তাকে সুস্থ করা হলো (এবং পূর্ববৎ সারাকে ধরতে অগ্রসর হলো)। এইভাবে তৃতীয় বা চতুর্থবারে সে বললো, তোমরা আমার কাছে একটি শয়তানকে পাঠিয়েছ। একে ইব্রাহীমের কাছে ফেরত দাও এবং হাজেরাকে একে দিয়ে দাও। অতঃপর সারা ফিরে আসেন এবং ইব্রাহীমকে (আ) বলেন, দেখলেন- নিশ্চয় আল্লাহ্ তা'আলা কাফিরের চক্রান্ত নিষ্ফল করে দিয়েছেন এবং সেবার একটি দাসীও দিয়েছেন।
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب هجرة إبراهيم عليه السلام الى بلاد الشام ودخوله الديار المصرية وقصة سارة مع ملك مصر
عن أبى هريرة (1) قال قال رسول الله صلى الله عليه وسلم لم يكذب ابراهيم إلا ثلاث كذبات (3) قوله حين دعى الى آلهتهم (3) انى سقيم (4) وقوله مقلد كبيرهم هذا (5) وقوله لسارة أنها أختي قال ودخل إبراهيم قرية فيها ملك من الملوك أو جبار من الجبابرة فقيل دخل إبراهيم الليلة بامرأة من أحسن الناس (1) قال فأرسل اليه الملك أو الجبار من هذه معك قال أختى (2) قال أرسل بها: قال فأرسل بها اليه قال لها لا تكذبى قولى فانى قد أخبرته أنك أختى (3) إن ما على الأرض مؤمن غيرى وغيرك (4) قال فلما دخلت اليه قام اليها. قال فاقبلت توضأ وتصلى وتقول اللهم إن كنت تعلم إنى آمنت بك وبرسولك وأحصلت فرجى إلا على زوجى فلا تسلط على الكافر قال فغط (5) حتى ركض برجله، قال أبو الزناد (6) قال أبو سلمة بن عبد الرحمن عن أبى هريرة أنها قالت اللهم إن يمت يقل هى قتلته. قال فأرسل ثم قام اليها، فقامت توضأ وتصلى وتقول اللهم إن كنت تعلم أنى آمنت بك وبرسولك وأحصلت فرجى الا على زوجى فلا تسلط على الكافر، قال فغط حتى ركض برجله، قال أبو الزناد قال أبو سلمة عن أبى هريرة انها قالت اللهم أن يمت يقل إنها قتلته قال فأرسل، فقال فى الثالثة والرابعة ما أرسلتم الى إلا شيطانا (7) أرجعوها الى ابراهيم وأعطوها هاجر، قال فرجعت فقالت لابراهيم شعرت أن الله عز وجل رد كيد الكافر وخدم وليدة