মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ২৪
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ: ইব্রাহীম খলীলুল্লাহ (আ)-এর উল্লেখ ও তাঁর মর্যাদা
(২৪) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর গোঁফ কাটতেন; এবং তাঁর পূর্বে তোমাদের পিতা ইব্রাহীম (আ) তাঁর গোঁফ কাটতেন।
(এই হাদীসের তাখরীজও ইতিপূর্বে বর্ণিত হয়েছে।)
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر ابراهيم الخليل وفضله عليه وعلى نبينا الصلاة والسلام
عن ابن عباس (6) قال كان رسول الله صلى الله عليه وسلم يقص شاربه وكان أبوكم ابرهيم من قبله يقص شاربه
tahqiqতাহকীক:তাহকীক চলমান