মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়

হাদীস নং: ১০
নবীগণ (আ) সম্পর্কিত তথ্যাবলী অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর নবী হূদ (আ)-এর আলোচনা শীর্ষক পরিচ্ছেদ
(১০) ইব্‌ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) হজ্জ পালনের সময় উসফান উপত্যকা পাড়ি দিচ্ছিলেন। তখন তিনি আবূ বকর সিদ্দীককে (রা) জিজ্ঞেস করেন, এটি কোন উপত্যকা! তিনি বলেন, উসফান উপত্যকা। রাসূল (ﷺ) বলেন, হুদ (আ) ও সালিহ (আ) তাঁদের লাল রংয়ের কমবয়সী উটে সওয়ার হয়ে তাঁদের সুন্দর ও মানানসই ইযার ও চাদর পরিধান করে, 'বাইতুল্লাহিল আতীক'-এর হজ্জ করার উদ্দেশ্যে তালবিয়া পাঠ করতে করতে এই উপত্যকা পাড়ি দিয়েছেন।
(হাদীসটি গরীব।
كتاب أحاديث الأنبياء عليهم وعلى نبينا الصلاة والسلام
باب ذكر نبى الله هود (1) عليه السلام
عن ابن عباس (2) قال لما مر رسول الله صلى الله عليه وسلم بوادى عسفان حين حج قال يا أبا بكر أى واد هذا؟ قال وادى عسفان (3) قال لقد مر به هود وصالح على بكرات (4) حمر خطمها الليف أزرهم العباء وأرديتهم النمار يلبون يحجون البيت العتيق
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০ | মুসলিম বাংলা