মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আদম (আ)-এর ওফাত, গোসল, কাফন, জানাযা ও দাফন
(১০৯) 'উতাই (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি মদীনায় একজন বৃদ্ধকে কথা বলতে দেখি এবং তাঁর পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করি। লোকজন বললো, ইনি হচ্ছেন উবাই ইব্‌ন কা'ব (রা)। তিনি বলেন, যখন আদমের (আ) মৃত্যুক্ষণ ঘনিয়ে আসল, তখন তিনি তার পুত্রগণকে বলেন, ছেলেরা, আমি জান্নাতের ফল খেতে চাই। তখন তাঁরা ফলের সন্ধানে বের হয়ে পড়েন। ঐ সময় ফেরেশতাদের সাথে তাঁদের সাক্ষাত হয়ে যায়। তাঁদের সাথে তাঁর কাফন, খুশবু, খাটিয়া ও সৎকারের অন্যান্য দ্রব্যাদি ছিল। তাঁরা (ফেরেশতাগণ) বললেন, হে আদম সন্তানেরা, তোমরা কী তালাশ করছো অথবা তোমরা কোথায় যাচ্ছ, কী চাও? তাঁরা বললেন, আমাদের পিতা অসুস্থ, তিনি জান্নাতের ফল খেতে চাচ্ছেন। ফেরেশতাগণ বললেন, তোমরা ফিরে যাও, তোমাদের পিতার মৃত্যু অতি সন্নিকটে। তখন তারা ফিরে আসলেন। হাওয়া (আ) যখন ফেরেশতাদের দেখতে পেলেন, তাঁদেরকে তিনি চিনে ফেলেন। তখন তিনি আদমের (আ) পাশে বসলেন। আদম (আ) তাঁকে বললেন, তুমি আমার কাছ থেকে দূরে থাক, তুমিই আমার মৃত্যুর কারণ (অর্থাৎ শয়তানের প্ররোচনায় তুমি বিভ্রান্ত না হলে আমাকে জান্নাত থেকে বের হতে হতো না এবং আমার মৃত্যুও হতো না)। তুমি আমার মহাপ্রভুর ফেরেশতাদের ও আমার মধ্যখান থেকে সরে যাও। অতঃপর তাঁরা তাঁর জীবন হরণ করেন, তাঁকে গোসল দেন। কাফন পরিধান করান, খুশবু মাখেন, কবর খনন করেন, জানাযা আদায় করেন এবং সবশেষে তাঁর লাশ কবরে প্রবেশ করিয়ে সেখানে রেখে দেন। তাঁর উপর পাটাতন স্থাপন করেন এবং কবর থেকে বের হয়ে আসেন। এরপর কবরের উপর মৃত্তিকা ছিটিয়ে দেন। এরপর তাঁরা বলেন, হে আদম সন্তান, এই হচ্ছে তোমাদের (সৎকারের) নিয়ম।
(হাইছামী)
كتاب خلق العالم
باب ما جاء في وفاة آدم عليه السلام وغسله وتكفينه والصلاة عليه ودفنه
عن عتبى (1) قال رأيت شيخا بالمدينة يتكلم فسألت عنه فقالوا هذا أبى بن كعب رضى الله عنه فقال ان آدم عليه السلام لما حضره الموت قال لبنيه اى بنى إنى أشتهى من ثمار الجنة فذهبوا يطلبون له فاستقبلهم الملائكة ومعهم أكفانه وحنوطه (2) ومعهم الفؤس والمساحى والمكاتل فقالوا لهم يا بنى آدم ما تريدون وما تطلبون أو ما تريدون وأين تذهبون؟ قالوا أبونا مريض قالوا فاشتهى من ثمار الجنة، قالوا لهم ارجعوا فقد قضى قضاء أبيكم (3) فجاؤا فلما رأتهم حواء عرفتهم (4) فلاذت بآدم فقال اليك عنى فانى انما أوتيت من قلبك (5) خلى بينى وبين ملائكة ربى تبارك وتعالى، فقبضوه وغسلوه وكفنوه وحنطوه وحفروا له والحدوا له وصلوا عليه، ثم دخلوا قبره فوضعوه فى قبره ووضعوا عليه اللبن (6) ثم خرجوا من القبر ثم حثوا عليه التراب ثم قالوا يا بنى آدم هذه سنتكم
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৯ | মুসলিম বাংলা