মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ১০৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: আদম (আ) এর সন্তান কাবীল, হাবীল ও অন্যান্য
(১০৮) সামুরা (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, হাওয়া (আ) যখন গর্ভবতী হলেন, তখন শয়তান তাঁর পিছু নেয়। হাওয়া (আ)-এর সন্তান জীবিত থাকতো না। শয়তান তাঁকে বললো, তুমি এর নাম 'আবদুল হারিছ' রাখ, তাহলে এ বেঁচে যাবে। তখন তাঁরা এর নাম আবদুল হারিছ রাখেন। ছেলেটি বেঁচে যায়। এটি ছিল শয়তানের ওহী বা তার নির্দেশ।
(তিরমিযী ও মালিক)
كتاب خلق العالم
باب ما جاء فى ابنى آدم قابيل وهابيل وغيرهما
عن سمرة (5) عن النبى صلى الله عليه وسلم قال لما حملت حواء طاف بها ابليس (6) وكان لا يعيش لها ولد فقال سميه عبد الحارث (7) فإنه يعيش فسموه عبد الحرث فعاش وكان ذلك من وحى الشيطان وأمره
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৮ | মুসলিম বাংলা