মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৯৬
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : আল্লাহর বাণী "স্মরণ কর যখন তোমার প্রভু আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরকে বের করেন।” (আ'রাফ: ১৭২)
(৯৬) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা 'না'মান' অর্থাৎ আরাফাতের মাঠে বনী আদম এর কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আদমের (আ) পৃষ্ঠদেশ থেকে তাঁর প্রত্যেক বংশধরকে বের করে আনেন এবং তাঁর সম্মুখে কণার ন্যায় ছড়িয়ে দেন। এরপর তাদেরকে মুখোমুখি করে আল্লাহ্ কথা বলেন,
اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ
আমি কি তোমাদের রব্ব নই? সকলে উত্তর দিয়েছিল, কেন নয়? আমরা সকলে (এ বিষয়ে) সাক্ষ্য দিচ্ছি (এবং এ স্বীকারোক্তি আমি এজন্য নিয়েছিলাম) যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পার যে, ‘আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম। অথবা এরূপ বলতে না পার যে, আমাদের পূর্ব পুরুষরা শিরক করেছিল এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছি তাদের পরবর্তী বংশধর হিসেবে। আপনি কি বাতিলপন্থীদের কর্মের কারণে আমাদেরকে ধ্বংস করবেন?" —আল আ'রাফ - ১৭২
(প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের প্রথম হাদীস হিসেবে এটি বর্ণিত হয়েছে। এর উদ্ধৃতি সেখানে দ্রষ্টব্য।)
اَلَسۡتُ بِرَبِّکُمۡ ؕ قَالُوۡا بَلٰی ۚۛ شَہِدۡنَا ۚۛ اَنۡ تَقُوۡلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ اِنَّا کُنَّا عَنۡ ہٰذَا غٰفِلِیۡنَ
আমি কি তোমাদের রব্ব নই? সকলে উত্তর দিয়েছিল, কেন নয়? আমরা সকলে (এ বিষয়ে) সাক্ষ্য দিচ্ছি (এবং এ স্বীকারোক্তি আমি এজন্য নিয়েছিলাম) যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পার যে, ‘আমরা তো এ বিষয়ে অনবহিত ছিলাম। অথবা এরূপ বলতে না পার যে, আমাদের পূর্ব পুরুষরা শিরক করেছিল এবং তারই ধারাবাহিকতা বজায় রেখেছি তাদের পরবর্তী বংশধর হিসেবে। আপনি কি বাতিলপন্থীদের কর্মের কারণে আমাদেরকে ধ্বংস করবেন?" —আল আ'রাফ - ১৭২
(প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদের প্রথম হাদীস হিসেবে এটি বর্ণিত হয়েছে। এর উদ্ধৃতি সেখানে দ্রষ্টব্য।)
كتاب خلق العالم
باب قول الله عز وجل وإذا خذر ربك من بنى آدم من ظهورهم ذرياتهم
عن ابن عباس (1) عن النبى صلى الله عليه وسلم قال أخذ الله الميثاق من ظهر آدم بنعمان يعنى عرفة فأخرج من صلبه كل ذرية ذرأها فنثرهم بين يديه كالذر ثم كلمهم قبلا قال (الست بربكم؟ قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة انا كنا عن هذا غافلين، أو تقولوا انما أشرك أباؤنا من قبل وكنا ذرية من بعدهم، افتهلكنا بما فعل المبطلون)