মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৯৪
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ : রাসূলুল্লাহ্ (ﷺ) এর বাণী সর্বপ্রথম যিনি নিজ কথা অস্বীকার করেন তিনি হচ্ছেন আদম
(৯৪) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কর্জ সংক্রান্ত আয়াত নাযিল হয়, তখন আল্লাহর রাসূল (ﷺ) বলেন, সর্বপ্রথম যিনি অস্বীকার করেন, তিনি হচ্ছেন আদম। আল্লাহ্ যখন আদমকে (আ) সৃষ্টি করেন, তখন তাঁর পিঠে হাত বুলান এবং কিয়ামত পর্যন্ত তাঁর যত সন্তানাদি আসবে তাদেরকে বের করে আনেন। (তখন) আল্লাহ্ তা'আলা তাঁর সম্মুখে সন্তানদেরকে পেশ করতে থাকেন। আদম (আ) তন্মধ্যে একজন সুদর্শন পুরুষকে দেখে বললেন, হে প্রভু, ইনি কে? আল্লাহ্ বললেন, এ হচ্ছে তোমার সন্তান দাউদ। তিনি বললেন প্রভু, এর বয়স কত? আল্লাহ্ বললেন, ষাট বছর। আদম বললেন, তার বয়স বৃদ্ধি করে দিন। আল্লাহ্ বললেন, না। তবে আমি তোমার বয়স থেকে নিয়ে তাকে বাড়িয়ে দিতে পারি। আদমের (আ) বয়স ছিল এক হাজার বছর। সুতরাং আল্লাহ্ তা'আলা দাউদের বয়স চল্লিশ বছর বৃদ্ধি করে দিলেন এবং এ সম্পর্কে একটা লিপি লিখে রাখলেন। আর এই বিষয়ে ফেরেশতাগণকে সাক্ষী রাখলেন। যখন আদমের (আ) মৃত্যুর সময় হল এবং ফেরেশতারা তাঁর জীবন নিতে আসলো, তখন তিনি বললেন, আমার বয়স আরো চল্লিশ বছর বাকী রয়েছে। তখন তাঁকে বলা হলো, আপনি তো সেটা আপনার সন্তান দাউদকে দান করেছেন। তখন তিনি বললেন, আমি এরূপ করিনি। আল্লাহ্ তা'আলা তখন তাঁর সম্মুখে লিপিবদ্ধ কিতাব প্রদর্শন করলেন এবং ফেরেশতারা সাক্ষ্য প্রদান করলেন। (অন্য বর্ণনায়) তখন আল্লাহ তাআলা দাউদকে (আ) একশ বছর এবং আদমকে (আ) এক হাজার বছর পূর্ণ করতে দেন।
(বায়হাকী ও অন্যান্য)
كتاب خلق العالم
باب قوله صلى الله عليه وسلم أن اول من جحد آدم
عن ابن عامر (2) أنه قال لما نزلت آية الدين قال رسول الله صلى الله عليه وسلم ان أول من جحد آدم عليه السلام، أول من جحد آدم، ان الله عز وجل لما خلق آدم مسح ظهره فاخرج منه ما هو من ذراى الى يوم القيامة، فجعل يعرض ذريته عليه فرأى فيهم رجلا يزهر (3) فقال أى رب من هذا؟ قال هذا أنك داود، قال أى رب كم عمره؟ قال ستون عاما: قال رب زد فى عمره، قال لا إلا أن أزيده من عملاك، وكان عمر آدم الف عام فزاده أربعين عاما، فكتب الله عز وجل عليه بذلك كتابا وأشهد عليه الملائكة، فلما احتضر آدم وأتته الملائكة لتقبضه قال إنه قد بقى من عمرى أربعون عاما، فقيل انك قد وهبتها لابنك داود، قال ما فعلت: وابرز الله عز وجل عليه الكتاب وشهدت عليه الملائكة (زاد فى رواية) قائمتها لداود مائة سنة وأتمها لآدم عمره الف سنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৯৪ | মুসলিম বাংলা