মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৮১
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৮১) ইবন মাসউদ (রা) থেকে আরো বর্ণিত, রাসূল (ﷺ) জ্বিনদের রাত্রে তার (ইবন মাসউদের) চারপাশে রেখা টানেন। তাদের এক একজন আসছিল খেজুর বৃক্ষের ন্যায়। তিনি আমাকে বললেন, তোমার স্থান থেকে বের হইও না। রাসূল (ﷺ) তাদের উদ্দেশ্যে কুরআন পাঠ করে শোনান। অতঃপর তিনি যখন 'জুত্ব' (সুদানের এক গোষ্ঠী)-কে দেখতে পেলেন, তখন তিনি বললেন, জ্বিনরা যেন এদের মত। নবী (ﷺ) বললেন, তোমার সাথে পানি আছে কি? আমি বললাম, না। তিনি বললেন, তোমার সাথে 'নাবীয' আছে কি? আমি বললাম, হ্যাঁ। তখন তিনি তা দিয়ে ওযু করেন।
(কুরতুবী)
(কুরতুবী)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
وعنه ايضا (6) أن رسول الله صلى الله عليه وسلم ليلة الجن خط حوله (أى حول ابن مسعود) فكان يجيئ أحدهم مثل سواد النخل وقال لى لا تبرح مكانك، فأقرأهم كتاب الله عز وجل، فلما رأى الرط (7) قال كأنهم هؤلاء، وقال النبى صلى الله عليه وسلم أمعك ماء؟ قلت لا، قال أمعك نبيذ؟ قلت نعم فتوضأ به