মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৮০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: একদল জিনের ইসলাম গ্রহণ, রাসূলের (ﷺ) সাথে তাদের সাক্ষাত ও তাঁর কাছ থেকে তাদের কুরআন শ্রবণ
(৮০) আবদুল্লাহ ইবন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জ্বিনের প্রতিনিধির সাথে সাক্ষাতের রাতে রাসূলের (ﷺ) সাথে ছিলাম। রাসূল (ﷺ) সেখান থেকে ফিরে এসে (জোরে) নিঃশ্বাস নিলেন। আমি বললাম, আপনার অবস্থা কী? তিনি বললেন, হে ইবন মাসউদ, আমি ক্লান্ত-শ্রান্ত বোধ করছি।
(হাদীসটি গরীব)
(হাদীসটি গরীব)
كتاب خلق العالم
باب ما جاء فى إسلام طائفة من الجن ومقابلتهم للنبى صلى الله عليه وسلم واستماعهم القرآن منه
عن عبد الله بن مسعود (4) قال كنت مع النبى صلى الله عليه وسلم ليلة وفد الجن فلما انصرف تنفس، فقلت ما شأنك؟ فقال نعيت الى نفسى يابن مسعود