মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৪৮
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: মেঘ, বৃষ্টি, শিলা ও শীতকাল প্রসংগ
(৪৮) আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, শীতকাল হচ্ছে মু'মিনের বসন্তকাল।
(বায়হাকীর বর্ণনায় অতিরিক্ত এসেছে, শীতকালে দিন ছোট হয়, রাত দীর্ঘ হয়। সুতরাং দিনে রোযা এবং রাত্রে কিয়ামের সুবিধা হয় বিধায় তা সুদিনের জন্য বসন্তের রূপ পরিগ্রহ করে।)
كتاب خلق العالم
باب ما جاء فى الغيم والمطر والبرد وزمن الشتاء
عن أبى سعيد (1) عن رسول الله صلى الله عليه وسلم أنه قال الشتاء ربيع المؤمن
tahqiqতাহকীক:তাহকীক চলমান