মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৪৭
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: মেঘ, বৃষ্টি, শিলা ও শীতকাল প্রসংগ
(৪৭) আনাস (রা) থেকে আরো বর্ণিত, একবার শিলাবৃষ্টি হলো তখন আবূ তালহা রোযাদার ছিলেন। কিন্তু তিনি সেগুলো খাওয়া শুরু করলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এইরূপ করলেন কেন? তিনি বললেন, এটা তো বরকত।
كتاب خلق العالم
باب ما جاء فى الغيم والمطر والبرد وزمن الشتاء
وعنه أيضا (13) قال مطرنا بردا وابو طلحة صائم فجعل يأكل منه قيل له أتأكل منه وأنت صائم؟ فقال انما هذا بركة
tahqiqতাহকীক:তাহকীক চলমান