মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং: ৪০
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: বায়ু, বজ্র ও মেঘমালা প্রসংগ
(৪০) আবূ হুরাইরা (রা) থেকে আরো বর্ণিত, মক্কার রাস্তায় লোকদেরকে বাতাস পেয়ে বসে; 'উমার (রা) ছিলেন ঐ সময় হজপালনকারী। বাতাসের গতিবেগ প্রচণ্ড আকার ধারণ করলে উমার (রা) তাঁর চারপাশের লোকদের বললেন, বাতাস সম্পর্কে আমাদেরকে হাদীস শুনাতে পারে কে? কিন্তু কেউ তাকে কোন উত্তর দিল না। উমারের (রা) প্রার্থিত বিষয়টি অবগত হলে পর আমি আমার বাহনের গতি বাড়িয়ে দিয়ে তাঁর কাছাকাছি পৌছে যাই এবং বলি, হে আমীরুল মু'মিনীন, আমি জানতে পারলাম যে, আপনি বাতাস সম্পর্কে প্রশ্ন করেছিলেন; আমি আল্লাহর রাসূলকে (ﷺ) বলতে শুনেছি, বাতাস হচ্ছে আল্লাহর দান। বাতাস আসে আল্লাহর রহমত ও শান্তি নিয়ে। সুতরাং যখন তোমরা বাতাস দেখবে, তাকে গালি দিবে না বরং আল্লাহর কাছে এর মধ্যে নিহিত কল্যাণ কামনা করবে এবং এর অকল্যাণ থেকে পরিত্রাণ প্রার্থনা করবে।
(আবু দাউদ, ইবন মাজাহ ও মালিক।)
كتاب خلق العالم
باب ما جاء فى السحاب والرعد والرياح
وعنه أيضا (5) قال أخذت الناس ريح بطريق مكة وعمر بن الخطاب حاج فاشتدت عليهم فقال عمر لمن حوله من يحدثنا عن الريح؟ فلم يرجعوا اليه شيئا، (6) فبلغنى الذى سأل عنه عمر من ذلك، فاستحثثت راحلتى حتى أدركته فقلت يا أمير المؤمنين أخبرت أنك سألت عن الريح، وانى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الريح من روح (7) الله تأتى بالرحمة وتأتى بالعذاب، فاذا رأيتموها فلا تسبوها وسلوا الله خيرها واستعيذوا به من شرها
tahqiqতাহকীক:তাহকীক চলমান