মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
হাদীস নং: ৩৯
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: বায়ু, বজ্র ও মেঘমালা প্রসংগ
(৩৯) আবূ হুরাইরা (রা) থেকে আরো বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন, তোমরা বায়ুকে গালি দিও না, কেননা বায়ু রহমত (করুণা) ও শান্তি সাথে নিয়ে আসে। কিন্তু তোমরা আল্লাহ তা'আলার কাছে বায়ুর কল্যাণ প্রার্থনা কর এবং এর অকল্যাণ থেকে পরিত্রাণ চেয়ো।
(ইবন মাজাহ)
(ইবন মাজাহ)
كتاب خلق العالم
باب ما جاء فى السحاب والرعد والرياح
وعنه أيضا (3) قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الريح فانها تجئ بالرحمة (4) والعذاب ولكن سلوا الله خيرها وتعوذوا به من شرها