মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং:
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
পরিচ্ছেদ: জান্নাত ও জাহান্নাম প্রসংগ। উভয়টি এখনই বিদ্যমান
(৮) উম্মুল মু'মিনীন আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) কে এক আনসারী কিশোরের জানাযায় ডাকা হয়। তখন আমি তাঁকে বললাম, ইয়া রাসূলাল্লাহ্ (ﷺ)! এর জন্য কল্যাণ হোক, এ তো জান্নাতের চড়ুই পাখিসমূহের একটি; কোন মন্দ সে পায়নি এবং মন্দ করেওনি। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে আয়েশা! বিষয়টি আসলে এইরূপ নয়। আল্লাহ্ তা'আলা জান্নাতের জন্য কিছু অধিবাসী সৃষ্টি করেছেন, তাদের জন্য জান্নাত সৃষ্টি করে রেখেছেন সেই সময় যখন তারা তাদের নিজ নিজ পিতার ঔরসে ছিল। অনুরূপ জাহান্নামের জন্য কিছু অধিবাসী সৃষ্টি করেছেন, তাদের জন্যও জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন (এমন সময়) যখন তারা নিজ নিজ পিতার ঔরষে ছিল।
(মুসলিম, আবূ দাউদ, নাসাঈ ও ইব্‌ন মাজাহ
كتاب خلق العالم
باب ما ورد فى خلق الجنة والنار وأنهما موجودتان الآن
عن عائشة أم المؤمنين (1) رضى الله عنها قالت دعى النبي صلى الله عليه وسلم الى جنازة غلام من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا: عصفور من عصافير الجنة لم يدرك الشر ولم يعلمه: قال أو غير ذلك يا عائشة؟ (2) ان الله عز وجل خلق الجنة أهلا، خلقها لهم وهم فى أصلاب أبائهم، وخلق للنار أهلا، خلقها لهم وهم فى أصلاب أبائهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান