মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

হাদীস নং:
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়
বিশ্ব-সৃষ্টি প্রসংগ অধ্যায়

পরিচ্ছেদ: প্রথম দিককার সৃষ্ট বস্তুসমূহ: এতে পানি, আরশ, লাওহ ও কলম এর উল্লেখ রয়েছে
(৭) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ উমাইয়্যা ইব্‌ন আবিস সাল্ত কিছু কবিতায় সত্য বলেছে। সে বলেছেঃ
رَجُلٌ وَثَوْرٌ تَحْتَ رِجْلِ يَمِينِهِ ... وَالنَّسْرُ لِلْأُخْرَى وَلَيْثٌ مُرْصَدُ .
"তাঁর ডান পায়ের নীচে রয়েছে একজন মানুষ ও একটি বলদ, আর বাম পায়ের নীচে একটি শকুন ও ওৎ পেতে থাকা বাঘ।"
রাসূল (ﷺ) বললেন, সে সত্য বলেছে। সে আরো বলেছে,
وَالشَّمْسُ تَطْلُعُ كُلَّ أَخِرِ لَيْلَةٍ ... حَمْرَاءَ يُصْبِحُ لَوْنُهَا يَتَوَرَّدُ.
"প্রতিটি রাত্রি শেষে সূর্য উদিত হয় রক্তলাল অবস্থায় (এবং) তা গোলাপী রং ধারণ করে। প্রতিদিন উদিত হয় অনুতপ্ত ও ভীত অবস্থায়।"
রাসূল (ﷺ) বলেন, সে সত্য বলেছে।
كتاب خلق العالم
كتاب خلق العالم

باب أول المخلوقات وفيه ذكر الماء والعرش واللوح والقلم
عن ابن عباس (9) أن النبى صلى الله عليه وعلى آله وصحبه وسلم صدق أمية (بن أبى الصلت) في شئ من شعره فقال: (رجل وثور تحت رجل يمينه، والنسر للأخرى وليث مرصد) فقال النبى صلى الله عليه وسلم صدق: وقال: والشمس تطلع كل آخر ليلة.. حمراء يصبح لونها يتورد.
تأتى فما تطلع لنا فى رسلها.. الا معذبة والا تجلد
فقال النبي صلى الله عليه وسلم صدق
tahqiqতাহকীক:তাহকীক চলমান