মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৬৮
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৮. 'উমর ইবন যার (রা) থেকে বর্ণিত। আইযার ইব্‌ন হাদরামী তাদের এক ব্যক্তি -যার উপাধি আবু উমায়র- তার থেকে বর্ণনা করেন এবং তিনি 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা)-এর বন্ধু ছিলেন। একবার 'আবদুল্লাহ ইবন মাসউদ (রা) তার সাথে দেখা করার জন্য তার বাড়ী যান, কিন্তু তাকে পাননি। বর্ণনাকারী বলেন, তিনি তার পরিবারের নিকট অনুমতি চান এবং সালাম দিয়ে পানি চাইলেন, তার স্ত্রী দাসীকে তার প্রতিবেশীর বাসা থেকে পানি আনতে পাঠায়, কিন্তু সে আসতে দেরী করলে তার স্ত্রী দাসীকে অভিসম্পাত করে। তখন 'আবদুল্লাহ ইব্‌ন মাস'উদ (রা) ঘর থেকে বের হয়ে চলে যান। পরবর্তীতে আবু উমায়র আসেন। তিনি বলেন, হে আবু 'আবদুর রহমান! তোমার মত আত্মমর্যাদা বোধ সম্পন্ন আর কেউ নেই। তুমি কি তোমার ভাইয়ের পরিবারকে সালাম দিয়ে বসতে পারতে না এবং একটু পানিও পান করতে পারতে না? তিনি বললেন, আমি তা করেছি। তখন তোমার স্ত্রী খাদেমকে পানির জন্য পাঠিয়েছিল, সে আসতে দেরী করে, হয়তো বা তাদের ঘরে পানি ছিল না অথবা তাদের কাছে প্রয়োজনীয় পানি ছিল না, যে কারণে তারা দেয়নি, এ কারণে খাদেম আসতে দেরী করলে তোমার স্ত্রী তাকে অভিসম্পাত করে। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, যার প্রতি অভিম্পাত দেওয়া হয়, সে যদি তার উপযুক্ত হয়, তাহলে তার উপর তা পতিত হয়। আর যদি সে তার উপযুক্ত না হয়, তাহলে সে বলে, হে রব! অমুকের উপর অভিসম্পাত করা হয়েছিল, কিন্তু আমি তাকে অভিসম্পাতের উপযুক্ত পাইনি। তখন তাকে বলা হয়, তুমি যেখান থেকে এসেছ, সেখানে ফিরে যাও। তাই আমি ভয় করছি যে, খাদেম ক্ষমা পেয়ে যাবে, আর অভিসম্পাত তোমার স্ত্রীর উপর ফিরে আসবে আর আমি তার কারণ হবো।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
حدثنا وكيع (3) حدثنا عمر بن ذر عن العيزار بن جرول الحضرمي عن رجل منهم يكنى أبا عمير انه كان صديقا لعبد الله بن مسعود وان عبد الله بن مسعود زاره في أهله فلم يجده قال أستأذن على أهله وسلم فاستسقى (4) قال فبعثت الجارية (5) تجيئه بشراب من الجيران فأبطأت فلعنتها (6) فخرج عبد الله فجاء أبو عمير فقال يا أبا عبد الرحمن ليس مثلك يغار عليه هلا سلمت على أهل أخيك وجلست وأصبت من الشراب؟ قال قد فعلت فأرسلت الخادم فابطأت إما لم يكن عندهم وإما رغبوا فيما عندهم (7) فابطأت الخادم فلعنتها وسمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان اللعنة الى من وجهت اليه (8) فإن اصابت عليه سبيلا أو جدت فيه مسلكا (9) وإلا قلت يا رب وجهت إلى فلان فلم أجد عليه سبيلا ولم أجد فيه مسلكا (10) فيقال لها ارجعي من حيث جئت (11) فخشيت أن تكون الخادم معذورة فترجع اللعنة فأكون سببها
tahqiqতাহকীক:তাহকীক চলমান