মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬৭
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৭. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সত্যবাদী মুমিনের জন্য এটা শোভা পায় না যে, সে অত্যাধিক অভিসম্পাতকারী হবে।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن أبي هريرة (1) عن النبي صلى الله عليه وسلم قال لا ينبغي للصديق (2) أن يكون لعانا