মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৬৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৫. যায়েদ ইব্ন আসলাম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আবদুল মালিক ইবন মারওয়ান উম্মে দারদা (রা) কে ডেকে পাঠান। তিনি তার স্ত্রীদের সাথে রাত যাপন করবেন। আর মারওয়ান নবী করিম (ﷺ) সম্পর্কে তাঁকে প্রশ্ন করবেন। বর্ণনাকারী বলেন একদিন তিনি রাতে উঠলেন এবং তার খাদেমকে ডাকলেন। কিন্তু সে আসতে দেরী করলে তাকে তিনি অভিসম্পাত দেন। তখন উম্মে দারদা (রা) বলেন, আবু দারদা (রা) আমার কাছে বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন, অভিসম্পাতকারীরা কিয়ামতের দিন সুপারিশকারী হতে পারবে না এবং সাক্ষীও হতে পারবে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن أبي زيد بن أسلم (10) قال كان عبد الملك بن مروان يرسل إلى أم الدرداء فتبيت عند نسائه ويسألها عن النبي صلى الله عليه وسلم قال فقام ليلة فدعا خادمه فأبطأت عليه فلعنها فقالت لا تلعن فإن أبا الدرداء حدثني انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ان اللعانين لا يكونون يوم القيامة شهداء ولا شفعاء