মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৬৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : অভিশাপ দেয়া নিষেধ এবং এ থেকে ভীতি প্রদর্শন
৬৪. জরমুয হুজায়মী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, হে আল্লাহর রাসূল সা), আমাকে অসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাকে অসিয়ত করছি যে, তুমি অভিসম্পাতকারী হবে না।
كتاب المدح والذم
باب ما جاء في النهي عن اللعن والترهيب منه
عن جرموز الهجيمي (9) قال قلت يا رسول الله أوصني قال أوصيك أن لا تكون لعانا
tahqiqতাহকীক:তাহকীক চলমান