মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৬০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: বাজার ও অন্যান্য স্থানের নিন্দা সম্পর্কে
৬০. মুহাম্মদ ইব্‌ন জুবায়র (রা) তার পিতা থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল (ﷺ)! শহরের কোন অংশ নিকৃষ্ট? বর্ণনাকারী বলেন, তিনি বললেন, জানিনা। এরপর জিব্রাইল (আ) যখন তাঁর নিকট আগমন করেন, তখন তিনি জিব্রাইল (আ) জিজ্ঞেস করেন, হে জিব্রাইল! শহরের কোন অংশ নিকৃষ্ট? জিব্রাইল (আ) বললেন, আল্লাহর নিকট জিজ্ঞেস করা ছাড়া বলতে পারব না। এরপর জিব্রাইল বিদায় নেন এবং আল্লাহর ইচ্ছায় কিছুক্ষণ অপেক্ষা করার পর পুনরায় এসে বলেন, হে মুহাম্মদ (ﷺ)! তুমি আমার নিকট জানতে চেয়েছিলে, শহরের কোন অংশ নিকৃষ্ট? তখন আমি বলেছিলাম, জানি না। পরে আমি আল্লাহ্ তা'আলাকে জিজ্ঞেস করি, শহরের কোন অংশ নিকৃষ্ট? তিনি বলেন, বাজারসমূহ।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الأسواق وأماكن أخرى
عن محمد بن جبير (10) بن مطعم عن أبيه أن رجلا أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أي البلدان شر؟ قال فقال لا أدري فلما أتاه جبريل عليه السلام قال يا جبريل أي البلدان شر؟ قال لا أدري حتى اسأل ربي عز وجل فانطلق جبريل عليه السلام ثم مكث ما شاء الله ان يمكث ثم جاء فقال يا محمد انك سألتني أي البلدان شر فقلت لا ادري اني سألت ربي عز وجل أي البلدان شر فقال أسواقها
tahqiqতাহকীক:তাহকীক চলমান