মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৫০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
অনুচ্ছেদ : আল্লাহর নিকট দুনিয়া মূল্যহীন ও তুচ্ছ হওয়ার উদাহরণ
৫০. ইব্ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) একটি মৃত বকরীর পাশ দিয়ে যাচ্ছিলেন। মৃত হওয়ার দরুণ তার মালিক এটা ফেলে দিয়েছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যার হাতে আমার প্রাণ! এটা তার মনিবের নিকট যতটা মূল্যহীন, দুনিয়াটা আল্লাহর কাছে তার চাইতেও অধিক মূল্যহীন ও তুচ্ছ।
كتاب المدح والذم
فصل منه في مثل الدنيا عند الله وهوانها عليه
عن ابن عباس (4) قال مر رسول الله صلى الله عليه وسلم بشاة ميتة قد القاها اهلها فقال والذي نفسي بيده للدنيا أهون على الله من هذه على أهلها