মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৪৯
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ : দুনিয়ার নিন্দা সম্পর্কে যা বর্ণিত হয়েছে
৪৯. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যার ঘর নেই, দুনিয়া হলো তার ঘর। যার সম্পদ নেই দুনিয়া হল তার সম্পদ, আর দুনিয়ার জন্য সম্পদ পুঞ্জিভূত করে ওই ব্যক্তি যার বুদ্ধি নেই।
كتاب المدح والذم
باب ما جاء في ذم الدنيا
عن عائشه رضي الله عنها (2) قالت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار من لا دار له ولها يجمع من لا عقل له