মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৫
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩৫. 'আবদুল্লাহ ইব্‌ন বুরাইদা (রা) তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, দুনিয়াদারদের নিকট সম্মানের মাপকাঠি হচ্ছে এই সম্পদ। সম্পদশালী ব্যক্তির কাছেই তারা ছুটে যায়।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن عبد الله بن بريدة (4) عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم ان احساب (5) أهل الدنيا الذين يذهبون اليه هذا المال
tahqiqতাহকীক:তাহকীক চলমান