মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩৪
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩৪. শাকীক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা 'আবদুর রহমান উম্মে সালমার নিকট প্রবেশ করে বললেন, হে উম্মুল মুমিনিন! আমি ভয় পাচ্ছি যে আমি ধ্বংস হয়ে যাব। কারণ কুরায়শদের মাঝে আমি সবচেয়ে অধিক সম্পদের মালিক। আমার এক খণ্ড জমি আমি চার হাজার দীনার মূল্যে বিক্রি করেছি। তিনি বললেন, হে বৎস! আল্লাহর পথে ব্যয় কর। আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন, আমার একজন সাহাবী আমার মৃত্যুর পর আমাকে দেখতে পাবে না। তখন আমি 'উমর (রা)-এর নিকট আসলাম এবং তাকে এ সংবাদ দিলাম। এরপর আমরা উভয়েই উম্মুল মুমেনিনের নিকট আসলাম। তখন ওমর বললেন, আল্লাহর শপথ! আমিই কি সেই ব্যক্তি? উম্মুল মুমেনিন বললেন, না। আর তোমার পরে আর কাউকে দায়মুক্ত ঘোষণা করব না।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن شقيق (3) قال دخل عبد الرحمن بن عوف على أم سلمة (رضي الله عنها) فقال يا أم المؤمنين اني اخشى ان اكون قد هلكت اني من اكثر قريش مالا بعث أرضا لي بأربعين الف دينار فقالت انفق يابني فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اصحابي من لا يراني بعد أن أفارقه فأتيت عمر فأخبرته فأتاها فقال بالله أنا منهم؟ قالت اللهم لا ولن ابرئ احدا بعدك
tahqiqতাহকীক:তাহকীক চলমান