মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ৩২
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩২. উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) পরিবর্তিত চেহারা নিয়ে আমার নিকট প্রবেশ করেন। তিনি বলেন, আমি ধারণা করলাম, হয়তো ব্যথা বা যন্ত্রণায় তিনি আক্রান্ত। আমি বললাম, হে আল্লাহর নবী (ﷺ)! আপনার চেহারার এ পরিবর্তন কেন? তিনি বললেন, আমার হাতে গতকাল সাতটি দীনার এসেছে, বিকাল হয়ে গেল অথচ সেগুলো সদকা করতে আমি ভুলে গিয়েছি (সে দুঃখে আমার চেহারায় এ পরিবর্তন)।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن أم سلمة رضي الله عنها (9) قالت دخل على رسول الله صلى الله عليه وسلم وهو ساهم الوجه (10) قالت فحسبت أن ذلك من وجع فقلت يا نبي الله مالك ساهم الوجه؟ قال قال من أجل الدنانير السبعة التي اتتنا أمس أمسينا وهي في خصم الفراش