মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ৩১
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: মাল-সম্পদের প্রতি নিন্দা সম্পর্কে
৩১. আবূ উমামা (রা) থেকে বর্ণিত। আহলে সুফফার একজন সাহাবী এক দীনার রেখে মারা যান। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার জন্য জাহান্নামের একটি অঙ্গার। তোমরা তার জানাজা নামায পড়। বর্ণনাকারী বলেন, এরপর দ্বিতীয় একজন সাহাবী মারা যান, তিনি দুটি দীনার রেখে মারা যান, অন্য বর্ণনায়: তার মালের মধ্যে দুটি দীনার পাওয়া যায়। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তার জন্য জাহান্নামের দুটি অঙ্গার। তোমরা তোমাদের সাথীর জানাজা নামায পড়।
كتاب المدح والذم
باب ما جاء في ذم المال
عن أبي أمامة (8) أن رجلا من أهل الصفحة توفي وترك دينارا فقال رسول الله صلى الله عليه وسلم له كية قال ثم توفي آخر فترك دينارين (وفي رواية فوجد في مئزره ديناران) فقال رسول الله صلى الله عليه وسلم كيتان
tahqiqতাহকীক:তাহকীক চলমান