মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১০
প্রশংসা ও ভর্ৎসনা সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: যে ধরনের প্রশংসা করা জায়েয নেই
১০. মুজাহিদ (রা) থেকে বর্ণিত। সা'ঈদ ইবনুল 'আস ইরাক থেকে একদল প্রতিনিধি 'উছমান (রা)- এর নিকট পাঠালেন, তারা এসে 'উসমান (রা)-এর প্রশংসা শুরু করলো। তখন মিকদাদ (রা) তাদের মুখে ধুলা-বালি নিক্ষেপ করলেন। তারপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমরা যেন চাটুকারের মুখে ধূলা-বালি নিক্ষেপ করি। সুফিয়ান (রা) বলেন, মিকদাদ দাঁড়ালেন তারপর বললেন; আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, চাটুকারদের মুখে ধুলা-বালি নিক্ষেপ করবে। যুবায়র (রা) বলেন, মিকদাদ (রা) কে যে নির্দেশ দেয়া হয়েছিল, তিনি তা পালন করেছেন।
كتاب المدح والذم
باب مالا يجوز من المدح
عن مجاهد (8) أن سعيد بن العاص بعث وفدا من العراق الى عثمان فجاءوا يثنون عليه فجعل المقداد يحثو في وجهوهم التراب (9) وقال أمرنا رسول الله صلى الله عليه وسلم أن نحثوا في وجوه المداحين التراب وقال سفيان مرة فقام المقداد فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول احثوا في وجوه المداحين التراب قال الزبير أما المقداد فقد قضى ما عليه
tahqiqতাহকীক:তাহকীক চলমান