মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১৪২
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: ছয় বাক্য বিশিষ্ট বিষয় সম্পর্কে যা বর্ণিত হয়েছে
১৪২. আবূ সা'ঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে তিনি দু'দিন রোযা রাখতে ও দুই সময় নামায পড়তে এবং দু'জন নারীকে বিবাহ করতে নিষেধ করেছেন। তিনি ফযরের নামাযের পরে সূর্য উদিত না হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায পড়তে নিষেধ করেছেন। আর 'ঈদুল ফিতরের দিন ও 'ঈদুল আযহার দিন রোযা রাখতে নিষেধ করেছেন। এবং নিজ স্ত্রীর সাথে একত্রে তার ফুফু ও খালাকে বিবাহ করতে নিষেধ করেছেন।
كتاب آفات اللسان
باب ما جاء في السداسيات
عن أبي سعيد الخدري (2) قال سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن صيام يومين وعن صلاتين وعن نكاحين سمعته ينهى عن الصلاة بعد الصبح حتى تطلع الشمس وبعد العصر حتى تغرب الشمس (3) وعن صيام يوم الفطر والاضحى وأن يجمع بين المرأة وخالتها وبين المرأة وعمتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান