মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১২৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: চার সংখ্যা বিশিষ্ট শব্দ দিয়ে যা বর্ণিত হয়েছে
১২৬. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, জাহেলী যুগের চারটি কাজ, মানুষ কখনোই তা বর্জন করবেনা। তা হলো- বংশ দিয়ে কলঙ্ক দেয়া, মৃত ব্যক্তির জন্য বিলাপ করে কান্নাকাটি করা, বৃষ্টির পূর্ব লক্ষণ প্রদর্শনকারী তারকা দেখে বৃষ্টি আসার প্রতি বিশ্বাস করা, আর এই বিশ্বাস রাখা যে একটি চর্ম রোগে আক্রান্ত উটের সংস্পর্শে এসে একশত উট চর্ম রোগে আক্রান্ত হয়, তাহলে প্রথমটিকে কে চর্ম রোগাক্রান্ত করেছে?
(তিরমিযি, ইব্ন মাযা)
(তিরমিযি, ইব্ন মাযা)
كتاب آفات اللسان
فصل منه في الرباعيات المبدوءة بعدد
عن أبي هريرة (7) قال قال رسول الله صلى الله عليه وسلم اربع من امر الجاهلية لن يدعهن الناس التعيير (8) في الاحساب والنياحة على الميت والأتواء (9) وأجرب بعير فاجرب مائة من أجرب البعير الأول