মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
হাদীস নং: ১১৮
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১৮. 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট আমলের দেওয়ান বা পুস্তক তিন প্রকারে বিভক্ত। এক প্রকার পুস্তককে আল্লাহ কোন ভ্রূক্ষেপ করবেন না। আরেক প্রকার পুস্তক, আল্লাহ সেখান থেকে কোন কিছুই ছাড় দেবেন না। আরেক প্রকার পুস্তক, আল্লাহ্ তা ক্ষমা করবেন না। যা আল্লাহ ক্ষমা করবেন না, তা হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ তা'আলা বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ্ তার জন্য জান্নাত হারাম করেছেন। আর এক প্রকার পুস্তক, যে ব্যাপারে আল্লাহ কোন ভ্রূক্ষেপ করবেন না, সেটা হলো- বান্দা তার রবের বিষয়ে নিজের নফসের উপর যেসব যুলুম করেছে যেমন একদিন রোযা ছেড়ে দিয়েছে, অথবা এক ওয়াক্ত নামায ছেড়ে দিয়েছে। সেটা আল্লাহ তা'আলা মাফ করে দিবেন। আর এক প্রকারের পুস্তক আছে, আল্লাহ্ যা থেকে কোন কিছুই ছাড়বেন না, আর তা হলো বান্দাহদের একে অপরের প্রতি জুলুম। আর অবশ্যই এর প্রতিশোধ নেওয়া হবে।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن عائشه (7) رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسل الدواوين (8) عند الله عز وجل ثلاثة ديوان لا يعباء الله به شيئا (9) وديوان لا يترك الله منه شيئا (10) وديوان لا يغفره الله فأما الديوان الذي لا يغفره الله فالشرك بالله قال الله عز وجل (ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة) وأما الديوان الذي لا يعبأ الله به شيئا فظلم العبد نفسه فيما بينه وبين ربه من صوم يوم تركه أو صلاة تركها فإن الله عز وجل يغفر ذلك ويتجاوز إن شاء (11) وأما الديوان الذي لا يترك الله منه شيئا فظلم العباد بعضهم بعضا القصاص (12) لا محالة