মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়

হাদীস নং: ১১৬
রসনার ক্ষতি সম্পর্কে অধ্যায়
পরিচ্ছেদ: তিনটি বিষয় উল্লেখ করে যা বর্ণিত হয়েছে
১১৬. ফাদালা ইবন 'উবায়দ (রা) রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, তিন শ্রেণীর লোক সম্পর্কে প্রশ্নও করো না (অর্থাৎ তারা ধ্বংসপ্রাপ্ত হবে) তারা হলো, যে ব্যক্তি দল থেকে বিচ্ছিন্ন থাকে এবং তার ইমাম বা নেতার নাফরমানী করে এবং পাপী অবস্থায় মৃত্যুবরণ করে। যে দাস অথবা দাসী মালিকের কাছ থেকে পলায়ন করে সে অবস্থায় মৃত্যুবরণ করে। যে নারীর স্বামী তাকে দুনিয়ার প্রয়োজনীয় জিনিস দেয়ার পর তার থেকে অনুপস্থিত থাকে আর সে তার রূপ ও সৌন্দর্য অপরিচিত লোকদের সামনে প্রকাশ করে বেড়ায়, তাদের সম্পর্কে প্রশ্নও করো না (অর্থাৎ তারা ধ্বংসপ্রাপ্ত হবে)। আরো তিন শ্রেণীর লোক তাদের সম্পর্কেও প্রশ্ন করো না (অর্থাৎ তারাও ধ্বংসপ্রাপ্ত হবে), তারা হলো, যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, (অর্থাৎ যে ব্যক্তি গর্ব অহংকার করে) আর আল্লাহর চাদর হলো গর্ব বা অহংকার এবং তাঁর ইযার হলো সম্মান; আর যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বে সন্দেহ পোষণ করে আর যে ব্যক্তি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়।
كتاب آفات اللسان
باب ما جاء في الثلاثيات
عن فضالة بن عبيد (10) عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ثلاثة لا تسأل عنهم (11) رجل فارق الجماعة وعصى إمامه ومات عاصيا وأمة أو عبد أبق فمات (12) وامرأة غلب عنها زوجها قد كفاها مؤنة الدنيا فتبرجت بعده (13) فلا تسأل عنهم (14) وثلاثة لا تسأل عنهم رجل نازع الله عز وجل رداءه فإن رداءه الكبرياء (15) وازاره العزة ورجل شك في أمر الله (16) والقنوط من رحمة الله عز وجل (17)
tahqiqতাহকীক:তাহকীক চলমান